×

আবহাওয়া

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ১২:৪৪ পিএম

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। ছবি : সংগৃহীত

বঙ্গোপসাগরে ফের একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে দেশের চারটি সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে। মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে সাগরে যেতে নিষেধ করা হয়েছে।

রোববার (২৪ আগস্ট) সকালে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, বর্তমানে পূর্ববর্তী লঘুচাপটি দুর্বল হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হয়েছে। তবে সোমবার রাত বা মঙ্গলবার নতুন একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার প্রভাবে ২৭ আগস্ট থেকে বৃষ্টিপাত বৃদ্ধি পেতে পারে। এছাড়া মাসের বাকি দিনেও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিন অনুযায়ী, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি দুর্বল হয়ে মৌসুমি অক্ষের সঙ্গে মিলিত হয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

আরো পড়ুন : সাগরে লঘুচাপের শঙ্কা, দেশজুড়ে টানা বৃষ্টির আভাস

পরবর্তী ৪৮ ঘণ্টায় উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় নতুন লঘুচাপের সৃষ্টি হতে পারে। এর প্রভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিও সম্ভাব্য। সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে। এর ফলে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলিতে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখানো হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছে সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত নথিভুক্ত হয়েছে নোয়াখালীতে, ১৩০ মিলিমিটার। এছাড়া সীতাকুণ্ডে ৮৪ এবং চট্টগ্রামে ৭৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটের শ্রীমঙ্গলে ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা বান্দরবানে ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কিরুনা চার্চের ঐতিহাসিক স্থানান্তর: বিশ্বমঞ্চে সুইডেনের সাংস্কৃতিক প্রতীক

কিরুনা চার্চের ঐতিহাসিক স্থানান্তর: বিশ্বমঞ্চে সুইডেনের সাংস্কৃতিক প্রতীক

বাংলাদেশ চায় একাত্তরে গণহত্যার জন্য মাফ চাক পাকিস্তান: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ চায় একাত্তরে গণহত্যার জন্য মাফ চাক পাকিস্তান: পররাষ্ট্র উপদেষ্টা

প্রযুক্তি কমিউনিটিকে যেভাবে এগিয়ে নিচ্ছে গুগল ভলান্টিয়াররা

পারিশ্রমিক ছাড়াই প্রযুক্তি কমিউনিটিকে যেভাবে এগিয়ে নিচ্ছে গুগল ভলান্টিয়াররা

নির্বাচন কমিশনে কী হয়েছিল তা নিয়ে ভিন্ন দাবি রুমিন ফারহানা ও এনসিপির

নির্বাচন কমিশনে কী হয়েছিল তা নিয়ে ভিন্ন দাবি রুমিন ফারহানা ও এনসিপির

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App