ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

সৈয়দ মনির আহমদ, ফেনী
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪২ এএম

শ্যামলী পরিবহনের একটি বাস জব্দ করা হয়েছে। ছবি : ভোরের কাগজ
ফেনীর লালপোলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঘটে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে ঢাকামুখী লেইনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, বাসের সুপারভাইজার রবিউল ইসলাম ও সহকারী মোহাম্মদ রফিক।
মহিপাল হাইওয়ে থানার ওসি জানিয়েছেন, দুর্ঘটনার শিকার শ্যামলী পরিবহনের একটি বাস ও একটি ট্রাক জব্দ করা হয়েছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, লালপোল হাফেজিয়া এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১২-০২৪১) পেছন থেকে বালু ভর্তি একটি ট্রাকের ধাক্কা খেল। এতে বাসের চালক, সুপারভাইজার ও সহকারী মারাত্মক আহত হন।
আরো পড়ুন : হাটহাজারীতে সংঘর্ষ, ১৪৪ ধারা জারি
হাইওয়ে থানার পুলিশ ও দমকল বাহিনী আহতদের উদ্ধার করে ফেনী সদর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজনকে মৃত ঘোষণা করা হয়। অপরজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়েছে।
মহিপাল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ জানান, দুর্ঘটনার সঙ্গে জড়িত ট্রাক ও বাস জব্দ করা হয়েছে। ট্রাকের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে এবং তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।