×

দুর্ঘটনা

রাজশাহীতে ট্রাক উল্টে ৪ জন নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ১১:৪৪ এএম

রাজশাহীতে ট্রাক উল্টে ৪ জন নিহত

ছবি : সংগৃহীত

রাজশাহীর পুঠিয়া উপজেলায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৬টার দিকে উপজেলার বানেশ্বর কলাহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন— নাটোর সদরের কাফুরিয়া এলাকার শাহিনের ছেলে সিয়াম (১৫), নাটোর সদরের পাকপাড়ার আক্কেল প্রামানিকের ছেলে মুনকের (৩৫), নাটোরের বাগাতিপাড়া উপজেলার সালাইনগরের সৈয়দ উদ্দিনের ছেলে সেন্টু (৪০) এবং রাজশাহীর চারঘাট উপজেলার অস্কারপুর গ্রামের মৃত মাহাতাবের ছেলে ইসলাম উদ্দিন (৬০)।

স্থানীয়দের বরাতে জানা যায়, পুঠিয়ার ঝলমলিয়া কলাহাট এলাকা দিয়ে নাটোর অভিমুখে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত যানবাহনের ধাক্কায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে। এ সময় কলাহাটে থাকা কয়েকজন পথচারী ও শ্রমজীবী মানুষ হতাহত হন।

রাজশাহী জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানান, ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধারকাজ চলমান রয়েছে। পুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিসের কর্মীরাও উদ্ধারকাজে অংশ নিচ্ছেন।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন। আহত বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। বিস্তারিত পরে জানানো হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর

তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর

১৭ জেলায় বইছে শৈত্যপ্রবাহ

১৭ জেলায় বইছে শৈত্যপ্রবাহ

রাজশাহীতে ট্রাক উল্টে ৪ জন নিহত

রাজশাহীতে ট্রাক উল্টে ৪ জন নিহত

শৈত্যপ্রবাহে বিপর্যস্ত চুয়াডাঙ্গা, ৮ ডিগ্রির ঘরে তাপমাত্রা

শৈত্যপ্রবাহে বিপর্যস্ত চুয়াডাঙ্গা, ৮ ডিগ্রির ঘরে তাপমাত্রা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App