×

এশিয়া

মিয়ানমারে বৌদ্ধ মঠে জান্তার বিমান হামলায় নিহত ২৩

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ০৯:০২ এএম

মিয়ানমারে বৌদ্ধ মঠে জান্তার বিমান হামলায় নিহত ২৩

মঠটিতে তখন প্রায় ২০০ জন অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিলেন। ছবি : সংগৃহীত

মিয়ানমারের সাগাইং অঞ্চলে একটি বৌদ্ধ মঠে সামরিক জান্তার ভয়াবহ বিমান হামলায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন শিশু রয়েছে বলে স্থানীয় প্রশাসন নিশ্চিত করেছে।

শুক্রবার মধ্যরাতে সাগাইং জেলার লিন টালু গ্রামের এই মঠে বিমান হামলা চালানো হয়। মঠটিতে তখন প্রায় ২০০ জন অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিলেন বলে জানান সাগাইং ডিস্ট্রিক্ট পিপলস অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান হ্লাইং বাওয়া। খবর রয়টার্স, এএফপির।

স্থানীয় এক জান্তাবিরোধী যোদ্ধা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ভোররাত ১টার দিকে এই হামলা হয়। বাস্তুচ্যুত মানুষেরা ভেবেছিলেন, বৌদ্ধ মঠে আশ্রয় নিলে তারা নিরাপদ থাকবেন, কিন্তু সেখানেও তাদের লক্ষ্য করে বোমাবর্ষণ করা হয়।

একজন স্থানীয় বাসিন্দা হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, মঠের হলরুম সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। হামলার পর শুক্রবার ভোরে তিনি কয়েকটি মরদেহ গাড়িতে তোলা অবস্থায় কবরস্থানের দিকে যেতে দেখেছেন।

এ বিষয়ে জান্তার কোনো মুখপাত্র মন্তব্য করতে রাজি হননি।

আরো পড়ুন : বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে চলেছে ভারত

প্রসঙ্গত, ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিক সরকার উৎখাতের পর মিয়ানমার ভয়াবহ গৃহযুদ্ধে জড়িয়ে পড়েছে। সাগাইং অঞ্চল বিশেষভাবে সহিংসতার শিকার হয়েছে। সরকারবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াইয়ে জান্তা বারবার বিমান হামলা চালিয়ে গ্রামের পর গ্রাম ধ্বংস করছে।

এর আগেও চলতি বছরের মে মাসে সাগাইংয়ের ওয়ে থেইন কুইন গ্রামের একটি স্কুলে সামরিক বাহিনীর বিমান হামলায় দুই শিক্ষকসহ অন্তত ২০ জন নিহত হন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরো বাড়াল সরকার

সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরো বাড়াল সরকার

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থার হুমকি ইউরোপীয় কমিশনের

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থার হুমকি ইউরোপীয় কমিশনের

বিশ্বকাপ শিরোপা জয়ের লড়াইয়ে আজ পিএসজির মুখোমুখি চেলসি

বিশ্বকাপ শিরোপা জয়ের লড়াইয়ে আজ পিএসজির মুখোমুখি চেলসি

আধ্যাত্মিক নির্জনতার খোঁজে দুই শিশু নিয়ে গুহায় রুশ নারী!

আধ্যাত্মিক নির্জনতার খোঁজে দুই শিশু নিয়ে গুহায় রুশ নারী!

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App