×

এশিয়া

ইন্দোনেশিয়ায় স্কুলভবন ধসে নিহত ৫০

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১০:২৩ এএম

ইন্দোনেশিয়ায় স্কুলভবন ধসে নিহত ৫০

এখন পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ৫০ জনের মরদেহ এবং ১০৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ছবি : সংগৃহীত

ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে একটি ইসলামিক স্কুলভবন ধসে অন্তত ৫০ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। রোববার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির জাতীয় দুর্যোগ মোকাবিলা সংস্থা ন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সি (বাসারনাস)।

বাসারনাসের অপারেশন বিভাগের পরিচালক ইউধি ব্রামান্তিও সন্ধ্যায় এক ব্রিফিংয়ে জানান, এখন পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ৫০ জনের মরদেহ এবং ১০৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ১৮ জন।

তিনি জানান, ধ্বংসাবশেষের প্রায় ৬০ শতাংশ পরিষ্কার করা হয়েছে। তবে স্কুলটির পাশের আরেকটি ভবনও ধসে যাওয়ায় পুরো এলাকা ধ্বংসস্তূপে একাকার হয়ে গেছে। নিখোঁজদের বেশিরভাগই ওই সংলগ্ন ভবনে ছিলেন।

আরো পড়ুন : গ্রেটাসহ ১৬৫ জন ফ্লোটিলা অভিযাত্রীকে গ্রিসে পাঠাচ্ছে ইসরায়েল

সরকারি সংস্থা ন্যাশনাল এজেন্সি ফর ডিজাস্টার কাউন্টারমেজার্স (বিএনপিবি) জানিয়েছে, উদ্ধার অভিযানে এ পর্যন্ত নিহত ৪৫ জন এবং আহত ১০৪ জনকে শনাক্ত করা গেছে। আহতদের মধ্যে ৮৯ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে, আর বাকি ১৫ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

রোববার দুপুরে পূর্ব জাভা প্রদেশের সিদোয়ার্জো শহরে অবস্থিত আল খোজিনি ইসলামিক বোর্ডিং স্কুলের ভবন ধসে পড়ে। এটি একটি জুনিয়র স্তরের স্কুল, যেখানে ভবন ধসের সময় কয়েক শ’ কিশোর শিক্ষার্থী অবস্থান করছিল।

শিক্ষকরা জানান, শ্রেণীকক্ষের সংখ্যা বাড়ানোর জন্য ভবনের ছাদে নতুন তলা নির্মাণকাজ চলছিল। কিন্তু স্কুলটির মূল ভিত্তি বা ফাউন্ডেশন অতিরিক্ত তলার ভার বহন করার মতো শক্তিশালী ছিল না। অবকাঠামোগত সেই দুর্বলতাই ভবন ধসের প্রধান কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এবার ১০ লাখ সরকারি চাকরিজীবীর ভোটের ব্যবস্থা করা হচ্ছে : সিইসি

এবার ১০ লাখ সরকারি চাকরিজীবীর ভোটের ব্যবস্থা করা হচ্ছে : সিইসি

ঢাকা থেকে গ্রেপ্তার দাউদকান্দির সাবেক চেয়ারম্যান

ঢাকা থেকে গ্রেপ্তার দাউদকান্দির সাবেক চেয়ারম্যান

গণমাধ্যমের সঙ্গে ইসির সংলাপ আজ

গণমাধ্যমের সঙ্গে ইসির সংলাপ আজ

এক ডজন বিয়ে করার ইচ্ছা পরীমণির!

এক ডজন বিয়ে করার ইচ্ছা পরীমণির!

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App