×

রংপুর

তিস্তার পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপরে, রেড অ্যালার্ট জারি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ০৯:০৫ এএম

তিস্তার পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপরে, রেড অ্যালার্ট জারি

ছবি : সংগৃহীত

ভারতের সিকিম ও অন্যান্য রাজ্যে ভারী বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢলের কারণে তিস্তা নদীর পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে। এর ফলে নদী তীরবর্তী নিম্ন অঞ্চলে প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সতর্কতা জারি করে স্থানীয় জনগণকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য মাইকিং করেছে।

রোববার রাত সাড়ে ৮টার দিকে তিস্তা ব্যারাজের ডালিয়ায় পানি ৫২.৩৫ সে. মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে যা বিপদ সীমার ২০ সেন্টিমিটার ওপর। পানির চাপ নিয়ন্ত্রণের জন্য ব্যারেজ এলাকার ৪৪টি দরজা খুলে দেয়া হয়েছে।

তবে, পানির অতিরিক্ত চাপ নিয়ন্ত্রণ করতে গিয়ে ব্যারেজের পাশে ফ্লাটবাইপাস সড়ক ভেঙে যাওয়ারও আশঙ্কা রয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার জানান, উজানে ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তার পানির পরিমাণ বাড়ছে। পানির চাপ নিয়ন্ত্রণে তাদের সকল প্রস্তুতি নেয়া হয়েছে। তবে, স্থানীয় জনগণের মধ্যে দীর্ঘমেয়াদি বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

গত ২৪ ঘণ্টায় তিস্তার পানির উচ্চতা ৮২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। বর্তমানে নদীর পানি ৫২.৩৫ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে, যা বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপরে।

স্থানীয় প্রশাসন ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মাইকিং করে নিম্ন অঞ্চল থেকে বাসিন্দাদের সরে যাওয়ার জন্য সতর্ক করা হচ্ছে। গবাদি পশু ও মূল্যবান জিনিসপত্র নিয়ে মানুষ উঁচু জায়গায় আশ্রয় নিচ্ছেন।

লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার জানিয়েছেন, পানির আকস্মিক বৃদ্ধি ও বন্যার প্রভাব মোকাবিলায় পাঁচ উপজেলা নির্বাহী অফিসারকে সতর্ক এবং সহায়তার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

যদি পানি আরো বৃদ্ধি পায়, তবে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক ডজন বিয়ে করার ইচ্ছা পরীমণির!

এক ডজন বিয়ে করার ইচ্ছা পরীমণির!

ইন্দোনেশিয়ায় স্কুলভবন ধসে নিহত ৫০

ইন্দোনেশিয়ায় স্কুলভবন ধসে নিহত ৫০

গ্রেটাসহ ১৬৫ জন ফ্লোটিলা অভিযাত্রীকে গ্রিসে পাঠাচ্ছে ইসরায়েল

গ্রেটাসহ ১৬৫ জন ফ্লোটিলা অভিযাত্রীকে গ্রিসে পাঠাচ্ছে ইসরায়েল

তিস্তার পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপরে, রেড অ্যালার্ট জারি

তিস্তার পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপরে, রেড অ্যালার্ট জারি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App