সমালোচনার মুখে বাংলাদেশ ব্যাংকের পোশাক নিয়ে নির্দেশনা প্রত্যাহার

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ০৩:৪২ পিএম

বাংলাদেশ ব্যাংক। ছবি : সংগৃহীত
ব্যাপক সমালোচনার পর বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের পোশাক পরার বিতর্কিত নির্দেশনা অবশেষে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, অফিস সময়ে পেশাদার ও মার্জিত পোশাক পরিধানের বিষয়ে কিছু পরামর্শ স্ব-স্ব বিভাগীয় সভায় আলোচনার মাধ্যমে দেওয়া হয়েছিল। তবে এ বিষয়ে কোনো নীতিগত সিদ্ধান্ত হয়নি বা কোনো প্রকার সার্কুলার আনুষ্ঠানিকভাবে জারি করা হয়নি বলেও জানানো হয়।
এর আগে ২১ জুলাই বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ বিভাগ থেকে জারি করা নির্দেশনায় বলা হয়েছিল, নারী কর্মকর্তা-কর্মচারীদের শাড়ি, সালোয়ার-কামিজ, ওড়না বা অন্যান্য পেশাদার শালীন পোশাক পরতে হবে। একইসঙ্গে শর্ট স্লিভ বা ছোট দৈর্ঘ্যের পোশাক ও লেগিংস পরা যাবে না। এছাড়া হিজাব পরলে তা সাদামাটা হতে হবে। পুরুষদের ক্ষেত্রে লম্বা বা হাফ হাতার ফরমাল শার্ট ও ফরমাল প্যান্ট পরার কথা বলা হয়, জিনস ও গ্যাবার্ডিন প্যান্ট নিষিদ্ধ করা হয়। নির্দেশনা অমান্য করলে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনার কথাও উল্লেখ ছিল।
আরো পড়ুন : স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক
এই নির্দেশনা প্রকাশের পর বুধবার (২৩ জুলাই) রাতে বিভিন্ন সংবাদমাধ্যমে আসে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। অনেকেই একে ব্যক্তিগত স্বাধীনতা হরণের শামিল বলে মন্তব্য করেন।
বিবৃতিতে আরো জানানো হয়, বিদেশ সফররত গভর্নরের নজরে বিষয়টি আসার পর তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং তাৎক্ষণিকভাবে নির্দেশনা প্রত্যাহারের নির্দেশ দেন।
এর আগে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেছিলেন, একই প্রতিষ্ঠানে কর্মরত সবার মধ্যে পোশাকের সাম্য ও ঐক্য বজায় রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে ব্যাপক প্রতিক্রিয়ার মুখে শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে কেন্দ্রীয় ব্যাংক।