×

ক্রিকেট

বিসিবি নির্বাচন নিয়ে বিরাট কোহলিকে ফোনে অভিযোগ!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ০৫:২০ পিএম

বিসিবি নির্বাচন নিয়ে বিরাট কোহলিকে ফোনে অভিযোগ!

বিসিবি নির্বাচন নিয়ে বিরাট কোহলিকে ফোনে অভিযোগ!

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনকে ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। নির্বাচনে হস্তক্ষেপ ও অনিয়মের অভিযোগ উঠেছে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে। ইতোমধ্যে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ বিএনপিপন্থি ক্রীড়া সংগঠকদের অনেকেই মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

বুধবার (১ অক্টোবর) যমুনা টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এসব অভিযোগের ব্যাখ্যা দেন। তিনি অভিযোগ উল্টো তামিম ইকবাল ও বিএনপিপন্থি সংগঠকদের দিকেই ঘুরিয়ে দেন।

তার দাবি, “ফিক্সিংটা তামিম ভাইয়েরা করার চেষ্টা করেছেন, কিন্তু ব্যর্থ হয়েছেন। সভাপতি, সেক্রেটারিদের পক্ষ থেকে ডিসিদের ফোন দিয়ে কাউন্সিলর দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয়েছে, এমনকি ধমকও দেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, তাদের কাছে কিছু কল রেকর্ড ও নথিপত্র রয়েছে। সেসব নথিতে হুমকির ভাষায় বলা হয়েছে— “যদি নির্বাচন করেন, ৬ মাস পরিণতি ভোগ করতে হবে।” আসিফ মাহমুদের মতে, এটি মূলত জাতীয় নির্বাচনের প্রেক্ষাপট টেনে এনে ভয় দেখানোর মতো।

অভিযোগের ব্যাখ্যা দিতে গিয়ে আসিফ মাহমুদ আরেকটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন। তার দাবি, কেউ একজন ফোনে বিরাট কোহলির কাছে বিসিবি নির্বাচনের বিষয়ে অভিযোগ করেছে। পরে কোহলি সেই বিষয়টি গৌতম গম্ভীরসহ অন্যদের সঙ্গে শেয়ার করেছেন।

এ বিষয়ে আসিফ মাহমুদ বলেন, “এমন কোনো জায়গায় অভিযোগ দেওয়া ঠিক নয়, যা আমার দেশের জন্য লজ্জাজনক।”

অনেকে বলছেন, সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের মতো আচরণ করছেন আসিফ মাহমুদ। এ প্রসঙ্গে তিনি বলেন, “পাপন ভাইয়ের সময়ে ডিস্ট্রিক্ট-ডিভিশন থেকে কারা আসতো কাউন্সিলর? আওয়ামী লীগের সভাপতি, সদস্য কিংবা বড় নেতারা আসতেন, যাদের ক্রীড়া সংস্থার সঙ্গে সরাসরি কোনো সম্পর্ক নেই। তাহলে পাপন ভাইয়ের ছকে আমাকে কীভাবে তুলনা করছেন?”

আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিসিবি নির্বাচন। এখনও এনএসসি কোটায় দুই পরিচালক নির্ধারণ বাকি। এ নিয়ে অচলাবস্থা রয়েছে।

আসিফ মাহমুদ আশঙ্কা প্রকাশ করে বলেন, “নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা শেষ পর্যন্ত একটি পক্ষ করবেই।” তবে তিনি এটাও জানিয়েছেন যে, বিসিবি নির্বাচনের স্বার্থে তিনি যেকোনো পক্ষের সঙ্গে বসতে প্রস্তুত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিসিবি নির্বাচন নিয়ে বিরাট কোহলিকে ফোনে অভিযোগ!

বিসিবি নির্বাচন নিয়ে বিরাট কোহলিকে ফোনে অভিযোগ!

ক্রমে গভীর হচ্ছে সংকট, শঙ্কা বাড়ছে ব্যবসায়ীদের

অর্থনীতি ক্রমে গভীর হচ্ছে সংকট, শঙ্কা বাড়ছে ব্যবসায়ীদের

উত্তরখানে দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের পাশে এম কফিল উদ্দিন আহমেদ

উত্তরখানে দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের পাশে এম কফিল উদ্দিন আহমেদ

সিঙ্গাপুরে দ্বিতীয়বার প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেলেন নাজমুল খান

সিঙ্গাপুরে দ্বিতীয়বার প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেলেন নাজমুল খান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App