×

বরিশাল

রাঙ্গাবালীর সংগ্রামী বৃদ্ধ বিজয় শীল, আজও পেট চালাচ্ছেন চুল কেটে

Icon

কামরুল হাসান রুবেল, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৪ পিএম

রাঙ্গাবালীর সংগ্রামী বৃদ্ধ বিজয় শীল, আজও পেট চালাচ্ছেন চুল কেটে

চুল কাটার কাজ ব্যস্ত বিজয় শীল। ছবি : ভোরের কাগজ

জন্ম থেকে মৃত্যু এই জীবনযাত্রার পথচলায় কেউ ভাগ্যবান হন, কেউ লড়াই করে জীবন কাটান। পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের ৬৫ বছর বয়সী বিজয় শীল এমনই একজন জীবনসংগ্রামী মানুষ।

জানা যায়, বিজয় শীলের শৈশব কেটেছে দশমনিয়া উপজেলার দশমনিয়া ইউনিয়নে। প্রায় চার দশক আগে তিনি জীবিকার সন্ধানে রাঙ্গাবালীর বড়বাইশদিয়া ইউনিয়নে চলে আসেন। শুরু করেন মানুষের চুল কাটার কাজ দিয়ে জীবিকা নির্বাহ। তখন হাট-বাজারে বসে মানুষের চুল কাটার মাধ্যমে যা আয় হতো, তাতেই চলে যেতো তার সংসার।

কালের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এখন মানুষ আর খোলা জায়গা বা রাস্তার পাশে বসে চুল কাটে না, ফলে আয়ও আগের মতো হয় না। বয়স বেড়েছে, তবে পেট চালানোর তাগিদে বিজয় শীল এখনও চুল কাটার কাজ চালিয়ে যাচ্ছেন। বড়বাইশদিয়ার কাটাখালী বাজারে তার সঙ্গে কথা বললে তিনি জানান, বাড়ির কোনো ভিটা নেই, অভাবের কারণে এ চর অঞ্চলে মানুষের মাথার চুল কাটতে আসি।

আরো পড়ুন : হবিগঞ্জে কূপের সংস্কারের পর নতুন গ্যাসের সন্ধান

নিজের জীবনের কষ্টের কথা বলতে গিয়ে তিনি বলেন, আমার চারটি মেয়ে রয়েছে। দুই মেয়েকে এইচএইচসি পাশ করিয়েছি, মেয়েদের বিবাহ দিয়েছি। অনেক কষ্ট হয়েছে। মানুষের কাছ থেকে ঋণ নিয়ে বিবাহ দিয়েছি, এখনও তিন লাখ টাকার বেশি ঋণ পরিশোধ করতে পারিনি। এখন বয়স হয়ে গেছে, আগের মতো কাজ করতে পারি না। আগের মতো কেউ চুল কাটতে আসে না।

তিনি আয় সম্পর্কে জানান, কোনোদিন হয়তো ২০০-৩০০ টাকা আয় হয়, আবার কখনো মোটেই আয় হয় না। এখন তো সকলে বড় সেলুনে চুল কাটে, ছেলেরা আমার কাছে আসে না। আমার কাছে এত টাকা নেই যে নিজের কোনো সেলুন খুলতে পারি। যা ইনকাম হয়, তাতেই কষ্ট করে চলতে হয়। এখানে নিজের বাড়ি বা জমি নেই। পরের জায়গায় কোনো রকম জুপরি ঘর বানিয়ে থাকি। চারপাশে মুসলিমদের মধ্যে এই জুপরি ঘরে আমার বসবাস।

স্থানীয় ইউপি সদস্য মো. সোহাগ তালুকদার বলেন, ছোটবেলা থেকেই বিজয় শীলের কাছে চুল কাটতাম। এখনো তিনি চুল কাটেন, তবে আগের মতো ভিড় নেই। যুগের পরিবর্তনে মানুষ আধুনিক সেলুনে চলে গেছে। আমিও চেষ্টা করি তার পাশে দাঁড়াতে।

স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করেছেন, সরকারি বা বেসরকারী সহায়তা না পেলে জীবনের শেষ প্রান্তে এসে বিজয় শীলের মতো অসহায় মানুষরা বড় সংকটে পড়বেন। বিজয় শীলের মতো বহু মানুষের একসময়ের প্রয়োজনীয়তা আজ আধুনিক চাপে বিলীন হয়ে যাচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তুরাগ ময়দানের হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবিতে সংবাদ সম্মেলন

তুরাগ ময়দানের হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবিতে সংবাদ সম্মেলন

ফেসবুক অ্যাকাউন্ট হারিয়ে সবার কাছে ভোট চাইলেন ছাত্রদল ভিপি প্রার্থী আবিদ

ফেসবুক অ্যাকাউন্ট হারিয়ে সবার কাছে ভোট চাইলেন ছাত্রদল ভিপি প্রার্থী আবিদ

শেখ হাসিনার মামলায় ৩৯ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ

শেখ হাসিনার মামলায় ৩৯ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ

নুরা পাগলার দরবারে হামলার ঘটনা নিয়ে যা বললেন এনডিএম নেতা পারভেজ খান

নুরা পাগলার দরবারে হামলার ঘটনা নিয়ে যা বললেন এনডিএম নেতা পারভেজ খান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App