পাকিস্তানি নেতার হুঁশিয়ারি
‘ভারত যদি বাংলাদেশে নজর দেয়… পাকিস্তানের মিসাইল কিন্তু দূরে নয়’
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৩ পিএম
ছবি : সংগৃহীত
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগ-এনের নেতা কামরান সাঈদ উসমানী ভারতের প্রতি হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, যদি ভারত বাংলাদেশের বিরুদ্ধে কোনো খারাপ অভিপ্রায়ে বা হামলা চালায়, তাহলে পাকিস্তানের সেনাবাহিনী ও মিসাইল দিয়ে জবাব দেওয়া হবে।
ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, উসমানী ভিডিও বার্তায় বলেন, যদি কেউ বাংলাদেশের সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করার চেষ্টা করে বা খারাপ উদ্দেশ্যে নজর দেয়, পাকিস্তানের জনগণ, সেনাবাহিনী এবং আমাদের মিসাইল তাদের দূরে নয়।
উসমানী আরো বলেন, বাংলাদেশে যদি ভারত ‘অখণ্ড ভারত’ চিন্তাভাবনা চাপাতে চায়, পাকিস্তান তা সহ্য করবে না। পাকিস্তান পূর্বেও ভারতের বিরুদ্ধে কঠিন সিদ্ধান্ত নিয়েছে এবং প্রয়োজনে আবারও তা করবে। তিনি ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের কর্মকাণ্ডকে সমালোচনা করেছেন এবং দাবি করেছেন, ভারত বাংলাদেশকে হিন্দু রাষ্ট্র বানানোর চেষ্টা করছে।
এছাড়া, উসমানী বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সামরিক জোট গঠনের প্রস্তাব দিয়েছেন। তার মতে, বাংলাদেশে পাকিস্তানের এবং পাকিস্তানে বাংলাদেশের ঘাঁটি স্থাপন করা উচিত। তিনি জানান, এই ধরনের জোট আঞ্চলিক শক্তির ভারসাম্য ও নিরাপত্তার ক্ষেত্রে বড় পরিবর্তন আনবে।
