×

বিএনপি

ইশরাককে ‘ম্যাচিওর’ রাজনীতি করার আহ্বান সারজিসের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ০৩:৩৭ পিএম

ইশরাককে ‘ম্যাচিওর’ রাজনীতি করার আহ্বান সারজিসের

বিএনপির নেতা ইশরাক হোসেন এবং এনসিপি নেতা সার্জিস আলম। ছবি : সংগৃহীত

বিএনপির নেতা ইশরাক হোসেনের সাম্প্রতিক মন্তব্যকে ‘আবেগের বশবর্তী’ আখ্যা দিয়ে আরো পরিপক্ব ও দায়িত্বশীল রাজনীতি করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

সোমবার (২১ জুলাই) সকালে চট্টগ্রাম থেকে খাগড়াছড়ির উদ্দেশে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ শুরু করার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগের ডাকা হরতাল নিয়ে এক প্রশ্নের জবাবে সারজিস আলম বলেন, আওয়ামী লীগ এখন নিষিদ্ধ দল। তাদের হরতাল জনগণ গুরুত্ব দেয় না। বরং তারা যা করছে তা সন্ত্রাসী তৎপরতা। 

সম্প্রতি বিএনপির মুখপাত্র ইশরাক হোসেন রাজনৈতিক বক্তব্যে এনসিপিকে ঘেরাও করার ঘোষণা দেন-এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে সারজিস বলেন, গতকাল ইশরাক ভাইয়ের বক্তব্য শুনে মনে হয়েছে তিনি পুরোপুরি আবেগের বশবর্তী হয়ে বলেছেন। তার কথায় রাজনৈতিক পরিপক্বতার ছাপ পাইনি। আমরা যেভাবে ফ্যাসিস্টবিরোধী লড়াইয়ে ইশরাক ভাইকে দেখেছিলাম, সেই পরিপক্ব ইশরাককেই দেখতে চাই। এমন উসকানিমূলক কথা তার কাছ থেকে প্রত্যাশিত নয়।

আরো পড়ুন : নিশ্ছিদ্র নিরাপত্তায় খাগড়াছড়িতে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ আজ

সারজিস বলেন, বাংলাদেশের রাজনীতির সংস্কৃতি যদি বদলাতে হয়, তাহলে আমাদের একে অপরকে সম্মান দেখিয়ে কথা বলতে হবে। নাসীরুদ্দীন পাটওয়ারী কক্সবাজারে যা বলেছেন, সেটা অনেকের প্রত্যাশার সঙ্গে মেলেনি—ঠিক আছে। কিন্তু ইশরাক ভাই যেভাবে “উলঙ্গ করে মারার” মতো কথাবার্তা বলেছেন, সেটি পাটওয়ারীর বক্তব্যের চেয়ে অনেক নিচু মানের। আমরা চাই রাজনীতিতে ভদ্রতা আর শালীনতা ফিরুক।

এ সময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন নির্বাচন কমিশনে দলের নিবন্ধন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, নির্বাচন কমিশনের নির্ধারিত সময়ের মধ্যেই সব প্রয়োজনীয় তথ্য-উপাত্ত জমা দেওয়া হবে। এনসিপির নিবন্ধন নিয়ে কোনো ঘাটতি নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্ব শিক্ষক দিবস আজ

বিশ্ব শিক্ষক দিবস আজ

ঢাকায় হালকা বৃষ্টির আভাস, বাড়বে তাপমাত্রা

ঢাকায় হালকা বৃষ্টির আভাস, বাড়বে তাপমাত্রা

আমরা শহিদুল আলম ও গাজার পাশে আছি: প্রধান উপদেষ্টা

আমরা শহিদুল আলম ও গাজার পাশে আছি: প্রধান উপদেষ্টা

‘জামায়াত ধর্মের জন্য ক্ষতিকর’

বিএনপি নেতা আমিনুল হক ‘জামায়াত ধর্মের জন্য ক্ষতিকর’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App