চট্টগ্রামের জিইসি মোড়ে লাইভ শপিংয়ের নতুন আউটলেট

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ০৭:২৪ পিএম

চট্টগ্রামের জিইসি মোড়ে লাইভ শপিংয়ের নতুন আউটলেট
দেশের জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড লাইভ শপিং চট্টগ্রামে তাদের দ্বিতীয় আউটলেট চালু করেছে। শুক্রবার (৩ অক্টোবর) নগরীর জিইসি মোড়ে নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাইভ শপিং-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আশিক খানসহ কোম্পানির ব্যবস্থাপনা পর্ষদের অন্যান্য সদস্যরা।
লাইভ শপিং চট্টগ্রামে প্রথম শাখা চালু করে ২০২৩ সালে সানমার ওশান সিটি শপিং মলে। তবে ছোট আকারের কারণে ক্রমবর্ধমান গ্রাহক চাহিদা পূরণ সম্ভব হচ্ছিল না। সেই চাহিদা মেটাতেই নতুন এই বড় আকারের আউটলেট চালু করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
উদ্বোধন উপলক্ষে আয়োজন করা হয় বিশেষ উপহার অফার। ক্রেতারা যেকোনো কেনাকাটার সঙ্গে উপহার হিসেবে পেয়েছেন পোলো টি-শার্ট, পাঞ্জাবি, এমনকি ব্লেজারও।
লাইভ শপিং-এর সিইও ও ফ্যাশন ইনফ্লুয়েন্সার আশিক খান বলেন, “আমরা সবসময়ই সাধ্যের মধ্যে সর্বোত্তম মানের পণ্য দেওয়ার চেষ্টা করি। গ্লোবাল ট্রেন্ডের সাথে তাল মিলিয়ে ইতোমধ্যেই আমরা নতুন নতুন ডিজাইন এবং কালেকশন আনছি। সামনেও আরও বৈচিত্র্যময় ফ্যাশন সবার জন্য সহজলভ্য দামে নিয়ে আসব।”
স্থানীয় ক্রেতারা জানিয়েছেন, বড় আকারের আউটলেট খোলায় তাদের কেনাকাটায় আরও স্বাচ্ছন্দ্য তৈরি হয়েছে। তারা আশা করছেন ভবিষ্যতে লাইভ শপিং আরও আকর্ষণীয় ছাড়, অফার এবং নতুন কালেকশন নিয়ে আসবে।
বর্তমানে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট মিলিয়ে মোট ১০টি আউটলেট পরিচালনা করছে লাইভ শপিং। প্রতিষ্ঠানটির লক্ষ্য ভবিষ্যতে দেশের প্রতিটি জেলায় শাখা বিস্তার করে প্রিমিয়াম মানের পোশাককে সবার কাছে আরও সহজলভ্য করে তোলা।