×

বিএনপি

মির্জা ফখরুল

মানুষের নিরাপত্তা দিতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ০৩:১২ পিএম

মানুষের নিরাপত্তা দিতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত

মানুষের নিরাপত্তা দিতে না পারলে কোনো সংস্কারই দীর্ঘমেয়াদি ফল দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, গুম হওয়া মানুষদের ফিরিয়ে দিতে না পারলেও তাদের সন্তানদের দায়িত্ব সমাজ ও রাষ্ট্রকে নিতে হবে।

মঙ্গলবার (২৯ জুলাই) সকালে রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক মাঠে ‘আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাক’ সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, গুম কমিশনের কার্যক্রম এখনও আশানুরূপ অগ্রগতি দেখাতে পারেনি। মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। যদি মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে না পারি, তাহলে কোনো সংস্কারই টিকে থাকবে না।

আরো পড়ুন : নিজেদের চাঁদাবাজি আড়াল করতে তরুণদের দোষ দিচ্ছে বিএনপি: নাহিদ ইসলাম

তিনি বলেন, যারা গুমের শিকার হয়েছেন, তাদের অনেকে আর ফিরে আসবেন না, এ বাস্তবতা মেনে নিয়ে তাদের পরিবারের পাশে দাঁড়াতে হবে। বিএনপি যদি আগামী নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়, তাহলে গুম হওয়া পরিবারগুলোর পুনর্বাসনের জন্য সর্বাত্মক চেষ্টা করা হবে।

তিনি এ সময় রাজনৈতিক প্রতিহিংসা ও নিপীড়নের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ‘গণতান্ত্রিক পদযাত্রায় শিশু’র উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, শিশুদের ভবিষ্যৎ রক্ষা করতে হলে আমাদেরকেই এগিয়ে আসতে হবে। মানুষের জানমালের নিরাপত্তা দিতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাংবাদিকতা ও মিডিয়ার সেরাদের অ্যাওয়ার্ড দেবে ডিজিটাল মিডিয়া ফোরাম

সাংবাদিকতা ও মিডিয়ার সেরাদের অ্যাওয়ার্ড দেবে ডিজিটাল মিডিয়া ফোরাম

বিসিবি নির্বাচন নিয়ে বিরাট কোহলিকে ফোনে অভিযোগ!

বিসিবি নির্বাচন নিয়ে বিরাট কোহলিকে ফোনে অভিযোগ!

ক্রমে গভীর হচ্ছে সংকট, শঙ্কা বাড়ছে ব্যবসায়ীদের

অর্থনীতি ক্রমে গভীর হচ্ছে সংকট, শঙ্কা বাড়ছে ব্যবসায়ীদের

উত্তরখানে দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের পাশে এম কফিল উদ্দিন আহমেদ

উত্তরখানে দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের পাশে এম কফিল উদ্দিন আহমেদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App