×

বিএনপি

সালাহউদ্দিন আহমেদ

ড. ইউনূসের দ্বৈত ভূমিকায় ‘স্বার্থের সংঘাত’:

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ০১:০৮ পিএম

ড. ইউনূসের দ্বৈত ভূমিকায় ‘স্বার্থের সংঘাত’:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান ও জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান হিসেবে ড. মুহাম্মদ ইউনূসের দ্বৈত দায়িত্বে ‘স্বার্থের সংঘাত’ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, এখানে ক্ল্যাশ অব ইন্টারেস্ট আছে। এ সরকার জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য দায়িত্বপ্রাপ্ত। আমরা রাজনৈতিক দল হিসেবে সহযোগিতায় থাকব, ভোটে অংশ নেব, জনগণকে উদ্বুদ্ধ করব। কিন্তু সরকারের প্রধান এবং জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি হিসেবে যে সুপারিশগুলো দেওয়া হলো, সেখানে আমি বলব, তিনি জুলাই সনদের চেতনা থেকে অনেক দূরে সরে গেছেন।

বুধবার (১২ নভেম্বর) রাজধানীর গুলশানে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন বিএনপির এ শীর্ষ নেতা। এ সময় তিনি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, গণভোট, চলমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন এবং বিএনপির জোট রাজনীতি– এসব বিষয় নিয়ে বিস্তারিত কথা বলেন।

আরো পড়ুন : অস্ত্রধারী সন্ত্রাসী দেখলেই ব্রাশফায়ারের নির্দেশ

সালাহউদ্দিন আহমেদ বলেন, নোট অব ডিসেন্ট ছাড়া গণভোট আয়োজনের কোনো বিষয়ই ঐকমত্য কমিশনে আলোচনা হয়নি। রাজনৈতিক দলগুলো যেসব বিষয়ে ঐকমত্যে পৌঁছাবে, তা নিয়ে জাতীয় সনদ হবে এবং পরবর্তী নির্বাচিত সংসদ সেই সনদ বাস্তবায়ন করবে, এই মূলনীতি থেকে প্রধান উপদেষ্টা সরে যেতে পারেন না।

অন্তর্বর্তী সরকারের প্রতি নিরপেক্ষ আচরণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা আশা করি, এমন কোনো পদক্ষেপ সরকার নেবে না, যার মাধ্যমে জাতিতে বিভক্তি ও অনৈক্য সৃষ্টি হবে।

সংস্কার কমিশন ও জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে তিন দফা আলোচনার অভিজ্ঞতা তুলে ধরে সালাহউদ্দিন বলেন, সনদ স্বাক্ষরের কয়েক দিন আগে প্রধান উপদেষ্টা সব রাজনৈতিক দলকে নিয়ে বৈঠক করেন। আমরা প্রস্তাব করেছিলাম, ঐতিহাসিক এক অনুষ্ঠানের মধ্য দিয়ে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর হোক এবং সবাই তার বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ হই।

তিনি জানান, সেই সনদে ৮৪টি দফা ছিল। এর মধ্যে কিছু বিষয়ে বিভিন্ন দলের নোট অব ডিসেন্ট ছিল। তবে সেগুলো প্রথাগত অর্থে বিরোধিতা নয়; বরং বলা হয়েছিল, নির্বাচনে জনগণের ম্যান্ডেট পেলে দলগুলো তাদের অবস্থান বাস্তবায়ন করতে পারবে।

গণভোটের সময়সূচি নিয়ে জামায়াতে ইসলামীর সঙ্গে মতপার্থক্যের বিষয়টি উল্লেখ করে বিএনপি নেতা বলেন, এখন গণভোট আয়োজনের যৌক্তিকতা বা সময় নেই। সবচেয়ে যুক্তিসঙ্গত হবে জাতীয় সংসদ নির্বাচনের দিনই একটি ছোট ব্যালটে জনগণের মত নেওয়া এতে ব্যয়ও কমবে, গ্রহণযোগ্যতাও বাড়বে।

বিএনপি ও এনসিপির মধ্যে নির্বাচনী সমঝোতা প্রসঙ্গে তিনি বলেন, রাজনীতিতে শেষ কথা বলা যায় না। এখন পর্যন্ত বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো ও আরো কিছু গণতান্ত্রিক ও ইসলামিক দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে যেতে চাই। তবে এনসিপির সঙ্গে এখনো কোনো আনুষ্ঠানিক প্রস্তাব বা সিদ্ধান্ত হয়নি। তবু জোটের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না।

আওয়ামী লীগ নির্বাচনে না থাকলে আগামী নির্বাচন অংশগ্রহণমূলক হবে না— এমন ধারণা প্রত্যাখ্যান করে সালাহউদ্দিন বলেন, আগের নির্বাচনে যারা ভোট বর্জন করেছিল, তারা নিষিদ্ধ দল ছিল না, তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগও ছিল না। তাই এখন আওয়ামী লীগের নির্বাচনে না থাকা সেই প্রেক্ষাপটের সঙ্গে তুলনীয় নয়।

তিনি আরো বলেন, সুতরাং আওয়ামী লীগ অংশ না নিলেও আগামী নির্বাচন অবৈধ বা অগ্রহণযোগ্য হবে— এ ধারণার সঙ্গে আমরা একমত নই।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ন্যায্যতা বাস্তবায়নে তাগিদ

কপ ৩০ সম্মেলনের ২য় দিন সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ন্যায্যতা বাস্তবায়নে তাগিদ

শপথ নিলেন হাইকোর্টের ২১ বিচারপতি

শপথ নিলেন হাইকোর্টের ২১ বিচারপতি

বাড্ডায় বাসায় ঢুকে যুবককে গুলি করে হত্যা

বাড্ডায় বাসায় ঢুকে যুবককে গুলি করে হত্যা

আম বাগানে সাথী ফসল হিসেবে মাসকলাই চাষে সফল কৃষকরা

আম বাগানে সাথী ফসল হিসেবে মাসকলাই চাষে সফল কৃষকরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App