লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা
চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ১০:৩৮ পিএম
আবুল কালাম জহির
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে দলীয় অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবুল কালাম জহির (৫০) নামে বিএনপির এক নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামে এ ঘটনা ঘটে। হত্যার পর দুর্বৃত্তরা সড়কের ওপরই তার মরদেহ ফেলে রেখে যায়। মরদেহের পাশে গুলির খোসাও পাওয়া গেছে।
নিহত জহির চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও স্থানীয় মনছুর আহম্মদের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পশ্চিম লতিফপুর গ্রামের মোস্তফার দোকান এলাকায় দুর্বৃত্তরা জহিরকে ঘিরে কুপিয়ে ও গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একসময় জহির মাদক ও মাটির ব্যবসায় জড়িত থাকলেও সম্প্রতি তিনি স্বাভাবিক জীবনে ফিরছিলেন। ধারণা করা হচ্ছে, স্থানীয় প্রতিপক্ষের সঙ্গে আধিপত্য নিয়ে বিরোধের জের ধরেই তাকে হত্যা করা হয়েছে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজীম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত জহিরের সঙ্গে পিচ্চি কাউসার নামের এক ব্যক্তির পূর্ব থেকে বিরোধ ছিল। দুজনের বিরুদ্ধেই মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
ওসি আরও জানান, প্রতিপক্ষ কাউসারের নেতৃত্বে হামলার ঘটনায় জহির নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত চলছে।
