×

বিএনপি

বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ১২:৪১ পিএম

বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া

আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া। ছবি : সংগৃহীত

আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া। সোমবার (১ ডিসেম্বর) গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে তিনি বিএনপিতে যোগ দেন।

যোগদান অনুষ্ঠানে রেজা কিবরিয়া বলেন, বিএনপিতে যোগ দিতে পেরে আমি গর্বিত। আজকে আমি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছি।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, আমরা অত্যন্ত গর্বিত যে রেজা কিবরিয়া বিএনপিতে যোগ দিয়েছেন। দলের চেয়ারপার্সন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাকে অভিনন্দন ও স্বাগত জানাই।

আরো পড়ুন : খালেদা জিয়ার দোয়া কর্মসূচি উপক্ষো করে বহিষ্কৃত নেতাকে সংবর্ধনা

তিনি বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফার আলোকে নতুন বাংলাদেশ গঠনে রেজা কিবরিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

এদিকে রেজা কিবরিয়া হবিগঞ্জ-১ আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহ প্রকাশ করেছেন। বিএনপি ইতোমধ্যে ২২৭ আসনের প্রার্থী ঘোষণা করলেও ওই আসনটি শূন্য রাখা হয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন রেজা কিবরিয়া।

এর আগে তিনি গণফোরামে যোগ দিয়ে দলটির সাধারণ সম্পাদক হন, তবে তাকে কেন্দ্র করে দলটি বিভক্ত হয়। পরবর্তীতে নুরুল হক নুরের সঙ্গে গণঅধিকার পরিষদ গঠন করলেও সেখানেও বিভক্তি দেখা দেয়। পরে তিনি আমজনতার দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া

বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া

তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস

তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস

শেখ হাসিনার সঙ্গে এবার রেহানা ও টিউলিপের কারাদণ্ড

প্লট দুর্নীতি শেখ হাসিনার সঙ্গে এবার রেহানা ও টিউলিপের কারাদণ্ড

সায়েন্সল্যাব মোড় অবরোধ ঢাকা কলেজের শিক্ষার্থীদের

সায়েন্সল্যাব মোড় অবরোধ ঢাকা কলেজের শিক্ষার্থীদের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App