আরো পেছাল খালেদা জিয়ার লন্ডনযাত্রা
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:১১ এএম
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি : সংগৃহীত
উন্নত চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার তারিখ আবারও পিছিয়ে গেছে। এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাতে দেরি হওয়া এবং তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল না থাকায় তৃতীয়বারের মতো বিদেশ যাত্রা স্থগিত করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এবি এম আব্দুস সাত্তার বলেন, ম্যাডামের লন্ডন যাত্রা আপাতত পিছিয়েছে। এই মুহূর্তে নতুন করে কোনো তারিখ জানানো সম্ভব নয়। এয়ার অ্যাম্বুলেন্স এলে যে কোনো দিনই উনাকে নেওয়া হবে।
বিএনপির চিকিৎসক দলের একজন সদস্য জানান, গত কয়েক দিন ধরে খালেদা জিয়ার শারীরিক অবস্থা প্রায় একই রয়েছে। তিনি বলেন, এয়ার অ্যাম্বুলেন্স দেরিতে আসার পাশাপাশি ম্যাডামের শারীরিক অবস্থা ফ্লাই করার জন্য কতটা উপযোগী—সেটিও বিবেচনা করা হচ্ছে।
দলের একটি সূত্র জানায়, কাতারের ব্যবস্থাপনায় নতুন এয়ার অ্যাম্বুলেন্সটি ৬ ডিসেম্বর ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও পরে সময়সূচি পরিবর্তন করে ৯ ডিসেম্বর নির্ধারণ করা হয়। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, অ্যাম্বুলেন্সটি ১০ ডিসেম্বর ঢাকা থেকে লন্ডনের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল।
