×

বিএনপি

ব্রেকিং নিউজ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৫ এএম

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ফাইল ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

বিএনপি মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে তার ইন্তেকালের বিষয়টি নিশ্চিত করা হয়। পৃথকভাবে দলের অফিসিয়াল ফেসবুক পেজেও জানানো হয়, ফজরের নামাজের পরপরই চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। পোস্টে মরহুমার রূহের মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়।

দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। শ্বাসকষ্টজনিত জটিলতা দেখা দিলে গত ২৩ নভেম্বর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল।

চিকিৎসার অংশ হিসেবে তাকে বিদেশে নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও শারীরিক অবস্থার অবনতির কারণে তা সম্ভব হয়নি।

বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে এক অনন্য ও গুরুত্বপূর্ণ অধ্যায়ের নাম। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি ১৯৯১ সাল থেকে তিনবার দেশের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকারপ্রধান হিসেবে ইতিহাসে স্থান করে নেন।

১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুর জেলায় ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদারের ঘরে তার জন্ম। দেশভাগের পর তার পরিবার তৎকালীন পশ্চিম পাকিস্তানে চলে যায়। পারিবারিকভাবে তাদের আদি নিবাস ফেনী জেলায়। শিক্ষাজীবনে তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও পরবর্তীতে সুরেন্দ্রনাথ কলেজে অধ্যয়ন করেন। ১৯৬০ সালে তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও পরবর্তী সময়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বিয়ে করেন।

রাষ্ট্রপতি জিয়াউর রহমান দায়িত্বে থাকাকালে বেগম খালেদা জিয়া ফার্স্ট লেডি হিসেবে বিভিন্ন রাষ্ট্রীয় সফরে অংশ নেন। এ সময় তিনি যুক্তরাজ্যের তৎকালীন প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার, নেদারল্যান্ডসের রানি জুলিয়ানাসহ বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করেন।

১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর তিনি সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত হন। ১৯৮২ সালের ২ জানুয়ারি বিএনপিতে সাধারণ সদস্য হিসেবে যোগ দিয়ে রাজনৈতিক জীবনের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন। পরবর্তীতে ১৯৮৩ সালের মার্চে ভাইস চেয়ারম্যান এবং ১৯৮৪ সালের আগস্টে দলের চেয়ারপারসন নির্বাচিত হন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়া একাধিক নজির স্থাপন করেন। তিনি কখনো সংসদ নির্বাচনে পরাজিত হননি। ১৯৯১ থেকে ২০০১ সালের সাধারণ নির্বাচনে তিনি পাঁচটি ভিন্ন আসন থেকে নির্বাচিত হন। ২০০৮ সালের জাতীয় নির্বাচনেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করা তিনটি আসনেই বিজয় লাভ করেন।

দেশের রাজনীতি, গণতন্ত্র ও রাষ্ট্র পরিচালনায় তার অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দিল্লি থেকে বাংলাদেশি হাইকমিশনারকে জরুরি তলব ঢাকায়

দিল্লি থেকে বাংলাদেশি হাইকমিশনারকে জরুরি তলব ঢাকায়

ঢাকায় বৃষ্টির মত ঝরছে কুয়াশা, বিপর্যস্ত জনজীবন

ঢাকায় বৃষ্টির মত ঝরছে কুয়াশা, বিপর্যস্ত জনজীবন

স্বামীর কবরের পাশে খালেদা জিয়ার দাফনের প্রস্তুতি

স্বামীর কবরের পাশে খালেদা জিয়ার দাফনের প্রস্তুতি

খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার গভীর শোক

খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার গভীর শোক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App