×

বিএনপি

বাধ্য হয়েই ১৭ বছর দেশের বাইরে ছিলাম, সিলেটে তারেক রহমান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ০১:৪০ পিএম

বাধ্য হয়েই ১৭ বছর দেশের বাইরে ছিলাম, সিলেটে তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত

মেডিকেল শিক্ষার্থীসহ সিলেটের বিভিন্ন স্তরের শতাধিক তরুণ প্রজন্মের সঙ্গে মতবিনিময়কালে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমি চিকিৎসার জন্য বিদেশে গিয়েছিলাম। বাধ্য হয়ে ১৭ বছর বিদেশে ছিলাম। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভার আগে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

‘দ্য প্ল্যান, ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক এই অনুষ্ঠানে উপস্থিত তরুণদের বিভিন্ন মতামত ও প্রশ্ন শোনেন বিএনপির চেয়ারম্যান। পাশাপাশি তরুণদের উদ্দেশে তিনি নিজের রাজনৈতিক ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনার দিকনির্দেশনা তুলে ধরেন।

এ সময় তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। তিনি জানান, প্রতিটি পরিবারের প্রধান নারীকে এই কার্ড প্রদান করা হবে।

আরো পড়ুন : বিএনপির প্রথম নির্বাচনী সমাবেশ, সিলেট আলিয়া মাদরাসা মাঠ জনসমুদ্র

ফ্যামিলি কার্ডের সুবিধা সম্পর্কে বিএনপির চেয়ারম্যান বলেন, এই কার্ডের মাধ্যমে মাসিক ভিত্তিতে দুই হাজার থেকে আড়াই হাজার টাকা সহায়তা দেওয়া হবে। পাশাপাশি খাদ্যসামগ্রীও সরবরাহ করা হবে।

তিনি বলেন, বিদেশে যেতে আগ্রহীদের জন্য বহুমাত্রিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কারিগরি শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন করা হবে। একই সঙ্গে বিভিন্ন দেশের ভাষা শিক্ষার ওপর গুরুত্ব আরোপ করা হবে।

মতবিনিময় সভায় অংশ নেওয়া তরুণদের সবাই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত সাধারণ শিক্ষার্থী বলে জানা গেছে। এই মতবিনিময় পর্ব শেষে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত জনসভায় যোগ দেন তারেক রহমান।

জনসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকের পক্ষে বক্তব্য দেন।

এর আগে সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষকে একে একে জনসভাস্থলে প্রবেশ করতে দেখা যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত বাংলাদেশের

ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত বাংলাদেশের

আসন্ন নির্বাচনে ঋণগ্রস্ত ও কোটিপতি তালিকায় শীর্ষে বিএনপি: টিআইবি

আসন্ন নির্বাচনে ঋণগ্রস্ত ও কোটিপতি তালিকায় শীর্ষে বিএনপি: টিআইবি

১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি থাকবে : প্রেস সচিব

১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি থাকবে : প্রেস সচিব

ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের বিচার শুরুর আদেশ

মানবতাবিরোধী অপরাধ ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের বিচার শুরুর আদেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App