×

বিএনপি

তারেক রহমান

ধানের শীষ জিতলেই শুরু হবে স্বৈরাচারমুক্ত গণতান্ত্রিক যাত্রা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ০৩:৪৭ পিএম

ধানের শীষ জিতলেই শুরু হবে স্বৈরাচারমুক্ত গণতান্ত্রিক যাত্রা

ছবি : সংগৃহীত

ক্ষমতায় গেলে দেশের প্রতিটি মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ লক্ষ্য বাস্তবায়নে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীককে বিজয়ী করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ নির্বাচিত হলে স্বৈরাচারমুক্ত দেশে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হবে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুরে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির ধানের শীষের প্রথম জনসভায় দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান।

জনসভায় বিএনপির চেয়ারম্যান বলেন, এই দুনিয়ার একমাত্র মালিক আল্লাহ তাআলা। বেহেশত, দোজখ—সবকিছুর মালিকও আল্লাহ। অথচ একটি দল ভোটের বিনিময়ে বেহেশতের টিকিট দেওয়ার কথা বলছে। নির্বাচনের আগেই মানুষকে ঠকানো হচ্ছে এবং মুসলমানদের শিরকের পথে ঠেলে দেওয়া হচ্ছে।

আরো পড়ুন : বাধ্য হয়েই ১৭ বছর দেশের বাইরে ছিলাম, সিলেটে তারেক রহমান

তারেক রহমান বলেন, আজ লাখ লাখ মানুষ এই মাঠে সমবেত হয়েছেন। এই পরিবেশ ও জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে হাজার হাজার মানুষ জীবন দিয়েছেন। তিনি বলেন, বিগত ১৫ বছরে বিএনপির নেতা ইলিয়াস আলী গুম হয়েছেন, জুনাইদ ও দিনারকে হারাতে হয়েছে। বিএনপির লাখ লাখ নেতাকর্মী খুন, মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। ফ্যাসিস্ট শাসনামলে উন্নয়নের নামে মানুষ শুধু লুটপাটই দেখেছে।

উদাহরণ টেনে তিনি বলেন, ২০০৫ সালে বন্যার সময় সুনামগঞ্জে যেতে তার পাঁচ ঘণ্টা সময় লেগেছিল, অথচ এখন সেখানে পৌঁছাতে দশ ঘণ্টা লাগে। তিনি দাবি করেন, এত সময় লন্ডন যেতেও লাগে না। তিনি বলেন, তথাকথিত নির্বাচনের মাধ্যমে শুধু ভোটাধিকার ও কথা বলার অধিকারই কেড়ে নেওয়া হয়নি, উন্নয়নের নামে দেশের অর্থ বিদেশে পাচার করা হয়েছে।

বিএনপির চেয়ারম্যান বলেন, দেশের বর্তমান পরিস্থিতি পরিবর্তনে বিএনপি কাজ করতে চায়। কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের পাশে দাঁড়ানো হবে এবং ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেশের প্রতিটি পরিবারকে—নারী-পুরুষ নির্বিশেষে—স্বাবলম্বী করে গড়ে তোলা হবে। যারা বেকার রয়েছেন, তাদের আর বেকার থাকতে দেওয়া হবে না; কর্মসংস্থান সৃষ্টি করে তাদের কাজে লাগানো হবে।

এ সময় তিনি স্লোগান দেন, ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’। এ সময় সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

তিনি আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামলে খাল খনন কর্মসূচি শুরু হয়েছিল। বিএনপি ক্ষমতায় এলে আবারও এই কর্মসূচি চালু করা হবে। এতে কৃষকরা উপকৃত হবেন এবং উজান থেকে পানি ছেড়ে দিলেও দেশ বন্যায় ভেসে যাবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সবশেষে তিনি বলেন, বিএনপির নীতি হলো—দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য দেশ; সবার আগে বাংলাদেশ। ‘টেক ব্যাক বাংলাদেশ’—এই স্লোগান বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত বাংলাদেশের

ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত বাংলাদেশের

আসন্ন নির্বাচনে ঋণগ্রস্ত ও কোটিপতি তালিকায় শীর্ষে বিএনপি: টিআইবি

আসন্ন নির্বাচনে ঋণগ্রস্ত ও কোটিপতি তালিকায় শীর্ষে বিএনপি: টিআইবি

১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি থাকবে : প্রেস সচিব

১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি থাকবে : প্রেস সচিব

ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের বিচার শুরুর আদেশ

মানবতাবিরোধী অপরাধ ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের বিচার শুরুর আদেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App