×

বলিউড

ট্রোলিং নিয়ে মুখ খুললেন সারা আলি খান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ০৯:২০ এএম

ট্রোলিং নিয়ে মুখ খুললেন সারা আলি খান

বলিউড অভিনেত্রী সারা আলি খান।

নতুন সিনেমা ‘মেট্রো ইন দিনো’-তে এক আধুনিক, বাস্তবধর্মী শহুরে তরুণীর চরিত্রে অভিনয় করে আলোচনায় এসেছেন বলিউড অভিনেত্রী সারা আলি খান। ছবিটি পরিচালনা করেছেন খ্যাতিমান নির্মাতা অনুরাগ বসু। সারার বিপরীতে দেখা যাবে অভিনেতা আদিত্য রায় কাপুরকে।

সিনেমাটি নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতা, সহ-অভিনেতা, নির্মাতা ও সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রোলিং নিয়ে সরাসরি কথা বলেন সারা।

এ সিনেমায় বাস্তবধর্মী এক চরিত্রে নতুন রূপে দেখা দেবেন সারা। সারা বলেন, আমার লুক থেকে শুরু করে চরিত্রের গঠন—সবকিছুই ছিল অনুরাগ বসু স্যারের কনসেপ্টে। চরিত্রটি গ্ল্যামারাস নয়, বরং খুবই সাধারণ ও বাস্তবধর্মী। এমন শহুরে মেয়ের চরিত্র আগে কখনও করিনি। এই চরিত্র আমাকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে।

আরো পড়ুন : মৃগী রোগই কি কেড়ে নিল শেফালির প্রাণ?

অনুরাগ বসুর সঙ্গে কাজের সুযোগকে নিজের জন্য ‘স্বপ্নপূরণ’ বলে উল্লেখ করে সারা বলেন, ২০০৭ সালে ‘লাইফ ইন অ্যা মেট্রো’ দেখে আমি তার কাজের প্রেমে পড়ে যাই। তখন থেকেই বাসু স্যারের সঙ্গে কাজ করার ইচ্ছা ছিল। আজ যখন আমি ‘মেট্রো’ ফ্র্যাঞ্চাইজির অংশ, মনে হয় স্বপ্ন সত্যি হয়েছে। এখন নিজেকে বলতে পারি—আমি বাসু স্যারের নায়িকা।

সিনেমাটিতে আদিত্য রায় কাপুরের সঙ্গে সারার রসায়ন ইতোমধ্যে দর্শকদের দৃষ্টি কেড়েছে ট্রেলার ও গানে। আদিত্যর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করে সারা বলেন, উনি অত্যন্ত সহজ-সরল ও বন্ধুবৎসল। সহ-অভিনেতাদের সঙ্গে স্বাচ্ছন্দ্যে কাজ করার পরিবেশ তৈরি করেন। একজন সাবলীল অভিনেতা হিসেবে তার সঙ্গে কাজ করা ছিল ভীষণ উপভোগ্য।

সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রোল ও নেতিবাচক মন্তব্য নিয়ে সারা বলেন, এখন এসব সামলাতে শিখে গেছি। জানি, আমি যা-ই করি না কেন, মন্তব্য হবেই। তাই এসব আর গায়ে মাখি না।

তবে তিনি আরো বলেন, মা যখন এসব পড়ে কষ্ট পান, তখন খারাপ লাগে। কিন্তু কিছু করার থাকে না। আমার মনে হয়, আমরা সোশ্যাল মিডিয়া আর অন্যের মতামতকে অপ্রয়োজনীয়ভাবে অনেক বেশি গুরুত্ব দিই।

‘মেট্রো ইন দিনো’ সিনেমাটি ২০০৭ সালের প্রশংসিত চলচ্চিত্র ‘লাইফ ইন অ্যা মেট্রো’-এর সিক্যুয়েল। ছবিটি মুক্তি পাবে আগামী ৪ জুলাই। এতে সারা ও আদিত্য ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নীনা গুপ্তা, অনুপম খের, পঙ্কজ ত্রিপাঠী, কঙ্কণা সেন শর্মা, আলি ফজল ও ফাতিমা সানা শেখ।

মিউজিক্যাল রোমান্টিক ড্রামা ঘরানার এই ছবিটির সুরকার প্রীতম এবং গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী অরিজিৎ সিং। কলকাতা, মুম্বাই, দিল্লি ও বেঙ্গালুরুর ভিন্ন স্বাদের প্রেমের গল্প নিয়ে ছবির চিত্রনাট্য সাজানো হয়েছে, যা দর্শকদের কাছে একাধিক অনুভূতির গল্প তুলে ধরবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ব্যক্তিগত বিকাশ নম্বরে বিল আদায়, গ্রাহকদের হুমকি-ধমকি মিটার রিডারের

ব্যক্তিগত বিকাশ নম্বরে বিল আদায়, গ্রাহকদের হুমকি-ধমকি মিটার রিডারের

জুলাই ঘোষণাপত্র ও সনদ আমরা আদায় করেই ছাড়ব : নাহিদ ইসলাম

জুলাই ঘোষণাপত্র ও সনদ আমরা আদায় করেই ছাড়ব : নাহিদ ইসলাম

মতিঝিল-কমলাপুর মেট্রোরেল প্রকল্পে ব্যয় কমছে ১৮৬ কোটি টাকা

মতিঝিল-কমলাপুর মেট্রোরেল প্রকল্পে ব্যয় কমছে ১৮৬ কোটি টাকা

সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র

সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App