আলিয়া থেকে কিয়ারা, বলিউড তারকার নতুন নামের গল্প

কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ১১:১৯ এএম

বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। ছবি : সংগৃহীত
বলিউডে পা রাখার আগে নাম বদলে ফেলেছেন এমন তারকার সংখ্যা কম নয়। তবে অভিনেত্রী কিয়ারা আদভানির নাম পরিবর্তনের পেছনের গল্পটা একটু ভিন্ন।
কিয়ারার আসল নাম আলিয়া আদভানি। তার বলিউডে পা দেওয়ার আগেই নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন আলিয়া ভাট। ফলে ইন্ডাস্ট্রিতে আরেকজন আলিয়া নাম নিয়ে অভিষেক করলে গুলিয়ে যাওয়ার আশঙ্কা ছিল।
এই কারণেই নিজের নাম বদলে কিয়ারা রাখেন তিনি। এক রেডিও শোতে ‘কবীর সিং’ ছবির প্রচারণায় কিয়ারা জানিয়েছিলেন, এই নাম বদলে দেওয়ার পেছনে বড় ভূমিকা রেখেছেন সালমান খান আর প্রিয়াংকা চোপড়া। প্রিয়াংকার ছবি ‘অঞ্জানা অঞ্জানি’ থেকে ‘কিয়ারা’ নামটি বেছে নেন তিনি।
আরো পড়ুন : ৩৩ বছর অতিক্রান্ত, অবশেষে জাতীয় পুরস্কার পাচ্ছেন শাহরুখ
এই অভিনেত্রীর ৩৪তম জন্মদিন গেল সোমবার (জুলাই ৩১)। এবারের জন্মদিন ভিন্ন মাত্রায় উদযাপন করেছেন কিয়ারা। কারণ সদ্যই মা হয়েছেন তিনি। গত ১৬ জুলাই স্বামী সিদ্ধার্থ মালহোত্রা আর কিয়ারা এক কন্যাসন্তানের জন্মের খবর সোশাল মিডিয়ায় শেয়ার করেন। এখন মাতৃত্বকালীন বিরতিতেই সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী।
মুম্বাইয়ে পড়াশোনা শেষ করে ২০১৪ সালে ‘ফাগলি’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় কিয়ারার। এরপর ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ সিনেমায় নজর কাড়েন তিনি। করণ জোহরের ‘লাস্ট স্টোরিজ’-এ অভিনয় করে সমালোচকদের প্রশংসাও পান।
‘গুড নিউজ’, ‘ভুল ভুলাইয়া ২’, ‘সত্যপ্রেম কি কথা’-এর মতো হিট ছবিতে অভিনয় করলেও ‘শেরশাহ’ সিনেমা কিয়ারার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। এই ছবির শুটিংয়েই সহ-অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০২৩ সালে সাতপাকে বাঁধা পড়েন এই অভিনেতা যুগল।
সবশেষে, অয়ন মুখার্জি পরিচালিত ‘ওয়ার ২’ ছবিতে হৃতিক রোশনের বিপরীতে দেখা যাবে কিয়ারা আদভানিকে। ছবিটি ১৪ আগস্ট মুক্তি পাবে, যদিও মেয়েকে নিয়ে ব্যস্ত থাকায় এর প্রচারে অংশ নিতে পারেননি তিনি।