৩৩ বছর অতিক্রান্ত, অবশেষে জাতীয় পুরস্কার পাচ্ছেন শাহরুখ

কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ আগস্ট ২০২৫, ০৯:৩১ পিএম

ছবি: সংগৃহীত
টানা তিন দশক ধরে ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রি শাসন করছেন শাহরুখ খান। ইতোমধ্যে দিওয়ানা, ডর, বাজিগর, দিল সে, কুছ কুছ হোতা হ্যায়, দেবদাস, বীর-জারা, চাক দে ইন্ডিয়া, মাই নেম ইজ খান-এর মতো অসংখ্য সুপারডুপার হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। যার বদৌলতে দেশে-বিদেশে তৈরি করেছেন কোটি কোটি ভক্ত-সমর্থক।
নিজের অভিনীত সিনেমার মাধ্যমে বিশ্ব দরবারে দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরেছেন শাহরুখ। যার সুবাদে তার কপালে জুটেছে অসংখ্য তকমা। তাকে কেউ ডাকেন বলিউড বাদশাহ বা বলিউড কিং নামে। আবার অনেকে কিং খান নামে ডাকতে পছন্দ করেন।
স্বাভাবিকভাবেই দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্যা পুরস্কার বগলদাবা করেছেন শাহরুখ। কিন্তু অবাক করার বিষয় হলো, জীবনে কখনও জাতীয় পুরস্কার পাননি তিনি। অবশেষে তার সেই আক্ষেপ ঘুচতে যাচ্ছে। বর্ণিল ক্যারিয়ারে প্রথমবারের মতো এই পুরস্কার পেতে যাচ্ছেন বলিউড কিং।
চলচ্চিত্র বিষয়ক প্রভাবশালী ভারতীয় সংবাদমাধ্যম ফিল্মফেয়ারের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়, শুক্রবার (১ আগস্ট) ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে। সেখানে 'জওয়ান' সিনেমার জন্য সেরা অভিনেতা হিসেবে শাহরুখ খানের নাম ঘোষণা করা হয়।
এরই মধ্যে আন্তর্জাতিক অঙ্গনে তথা বিশ্বব্যাপী অসংখ্য পুরস্কার আর মানুষের ভালোবাসা জয় করেছেন শাহরুখ। তবে তার অধরা রয়ে গিয়েছিল জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অবশেষে ৩৩ বছরের সিনে ক্যারিয়ারে স্বপ্ন পূরণ হতে যাচ্ছে বলিউড বাদশাহর। এবার বহুল প্রতীক্ষিত পুরস্কার পাচ্ছেন তিনি।
ফিল্মফেয়ারের প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালে মুক্তি পাওয়া 'জওয়ান' সিনেমার জন্য ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতা হিসেবে পুরস্কৃত হতে যাচ্ছেন শাহরুখ। একই বছর মুক্তি পেয়েছে তার আরও দুই সিনেমা পাঠান ও ডানকি। ছবি তিনটিই প্রেক্ষাগৃহে দর্শকের ঢল নামিয়েছে। এসব থেকে কাঁড়ি কাঁড়ি অর্থ আয় করেছেন পরিচালক- প্রযোজকরা।
৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শাহরুখের সঙ্গে সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন টুয়েলভথ ফেল অভিনেতা বিক্রান্ত ম্যাসি। তারও এটি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সেরা সিনেমার পুরস্কার পাচ্ছে টুয়েলভথ ফেল।
মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে সিনেমার জন্য এবার সেরা অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন রানী মুখার্জি। ফিচার ফিল্ম ক্যাটাগরিতে সেরা হিন্দি সিনেমার পুরস্কার পাচ্ছে কাঁঠাল। দ্য কেরালা স্টোরি সিনেমার জন্য সেরা পরিচালকের পুরস্কার পাচ্ছেন সুদীপ্ত সেন।