×

ক্যাম্পাস

ঢাবির জগন্নাথ হলের ছাদ থেকে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১১:৪৬ এএম

ঢাবির জগন্নাথ হলের ছাদ থেকে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু

নিহত সঞ্জয় বাড়ৈ। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের ছাদ থেকে নিচে পড়ে সঞ্জয় বাড়ৈ (২৮) নামে নৃবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

সোমবার (১৪ জুলাই) ভোরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সঞ্জয় বাড়ৈ হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বাসিন্দা ছিলেন এবং ঢাবির নৃবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী ছিলেন।

আরো পড়ুন : সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

জগন্নাথ হলের কর্মচারী মানিক কুমার দাস জানান, ভোরে এক দারোয়ান ফোন করে জানান, হলের ভেতরের রাস্তার পাশে এক শিক্ষার্থী রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। পরে আরো কয়েকজনের সহযোগিতায় তাকে দ্রুত ঢামেকে আনা হয়।

জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল জানান, আনুমানিক সাড়ে ৫টার দিকে এক ক্লিনার কাজ করার সময় ওপর থেকে কিছু পড়ে যাওয়ার শব্দ পান। কাছে গিয়ে রক্তাক্ত অবস্থায় শিক্ষার্থীকে দেখতে পান। পরে দারোয়ানের মাধ্যমে তাকে হাসপাতালে নেওয়া হয়।

পরবর্তীতে হলের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, সঞ্জয় হলের ছাদ থেকে নিচে পড়ে গেছেন। তবে তিনি দুর্ঘটনাবশত পড়েছেন, নাকি ইচ্ছাকৃতভাবে লাফ দিয়েছেন, সেটি এখনো নিশ্চিত নয়।

প্রাধ্যক্ষ জানান, সঞ্জয় কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং ঘটনার আগের দুই দিন হলে ছিলেন না। ভোর ৪টার দিকে হলে ফিরে ৪টা ১০ মিনিটে ছাদে ওঠেন বলে জানা গেছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং শাহবাগ থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় হুমকিতে ইউরোপ: ম্যাক্রোঁ

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় হুমকিতে ইউরোপ: ম্যাক্রোঁ

হরিরামপুর ও শিবালয়ে উপজেলা প্রশাসনের দোহাই দিয়ে ড্রেজার বাণিজ্য

হরিরামপুর ও শিবালয়ে উপজেলা প্রশাসনের দোহাই দিয়ে ড্রেজার বাণিজ্য

৭ মাত্রার ভূমিকম্প ইন্দোনেশিয়ার তানিমবার দ্বীপপুঞ্জে

৭ মাত্রার ভূমিকম্প ইন্দোনেশিয়ার তানিমবার দ্বীপপুঞ্জে

কাশ্মীরের মুখ্যমন্ত্রীকে গৃহবন্দি করল ভারত

কাশ্মীরের মুখ্যমন্ত্রীকে গৃহবন্দি করল ভারত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App