×

রাজনীতি

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক: জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি জামায়াতের

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ০৮:১২ পিএম

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক: জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি জামায়াতের

রোববার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে যমুনার সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। ছবি: সংগৃহীত

নির্বাচন ফেব্রুয়ারিতে রোজার আগে হবে বলে প্রধান উপদেষ্টার কাছে একমত প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। কিন্তু নির্বাচন সুষ্ঠু হওয়ার শর্তের ক্ষেত্রে একটি দল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। 

রোববার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় (এখন প্রধান উপদেষ্টার বাসভবন) এ বৈঠক হয়। সেখানে প্রধান উপদেষ্টাকে জামায়াত জানিয়েছে, নির্বাচনের তারিখের ব্যাপারে দ্বিধা-দ্বন্দ্ব ও দ্বিমত নাই তাদের। 

সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, কিন্তু একটি দল নির্বাচন সুষ্ঠু করার জন্য যখন আমরা কতিপয় শর্তের কথা বলেছি, তখনই বলে যে এই তারিখে আমরা নির্বাচন চাই না। এই কথাটা বলাটাই একটা ষড়যন্ত্র বলে আমি মনে করছি।

প্রধান উপদেষ্টা তিনটি বিষয়ে জাতিকে আশ্বস্ত করেছেন উল্লেখ করে তিনি জানান, কিছু বিষয়ে সংস্কার, দৃশ্যমান বিচার এবং বিশ্বমানের আনন্দঘন একটি নির্বাচন হবে। কিন্তু আজকে যে পরিস্থিতি দাঁড়িয়েছে এই সমস্ত অর্জন প্রশ্নবিদ্ধ হওয়ার শঙ্কা আছে বলে মন্তব্য করেন জামায়াতের নায়েবে আমির।

সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, এছাড়া অনেক বিষয়ে সব দল ঐকমত্য পোষণ করলেও দুই-একটি দল কোনো কোনো ইস্যুতে নোট অব ডিসেন্ট দিয়েছে। কিন্তু আনফরচুনেটলি অল্প সংখ্যক দল আমাদের ঐকমত্য পোষণের ইস্যুর বাস্তবায়নে কিছুটা বাধার সৃষ্টি করছে। তারা বলছেন আগামী নির্বাচিত সরকার এসে এগুলা বাস্তবায়ন করবে। আগামী নির্বাচিত সরকার যদি বাস্তবায়ন করে তাহলে এখানে আমরা ঐকমত্য করলাম কেন?।

ফ্যাসিবাদী আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবিও জানানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, জাতীয় পার্টির ব্যাপারে সুস্পষ্ট করে বলেছি, ফ্যাসিবাদী আওয়ামী লীগের সহযোগী ছিল জাতীয় পার্টি। যেভাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, তেমনিভাবে জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করা যেতে পারে।

তিনি বলেন, জুলাই চার্টারের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং চার্টারের ভিত্তিতেই নির্বাচন হতে হবে বলে প্রধান উপদেষ্টাকে জানিয়েছি আমরা। তাছাড়া জুলাই চার্টার না করেই নির্বাচনের ট্রেন ছেড়ে দেয়াটা এক ধরনের ভুল সিদ্ধান্ত হবে বলে মনে করি আমরা।

এক্ষেত্রে বৈষম্য সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করে জামায়াতের নায়েবে আমির আরো জানান, একটা দল যেভাবে চেয়েছে সেভাবে হয়েছে। তারা নির্বাচন পেয়ে গেছে। বাকি সব দল জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে এক আছে। এখানে লেভেল প্লেয়িং ফিল্ডের ইস্যুটি বিঘ্নিত হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পারিবারিক সহিংসতা শুধু ব্যক্তিগত নয়, ভয়াবহ সামাজিক সংকট

পারিবারিক সহিংসতা শুধু ব্যক্তিগত নয়, ভয়াবহ সামাজিক সংকট

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

ঢাকায় হংস মাংসের প্রথম ফ্যামিলি ক্যাফে

ঢাকায় হংস মাংসের প্রথম ফ্যামিলি ক্যাফে

স্টেশনে ঢুকে মেট্রোরেলে না চড়ে বেরিয়ে গেলে দিতে হবে ১০০ টাকা

স্টেশনে ঢুকে মেট্রোরেলে না চড়ে বেরিয়ে গেলে দিতে হবে ১০০ টাকা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App