×

ক্যাম্পাস

ফের সংঘর্ষে জড়ালো ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ০১:৫১ পিএম

ফের সংঘর্ষে জড়ালো ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীরা

ছবি : ভোরের কাগজ

রাজধানীতে ফের সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। তবে প্রাথমিকভাবে এবারের সংঘর্ষের কারণ জানা যায়নি। এর আগেও একাধিকবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে নিউমার্কেট থানা পুলিশ এ সংঘর্ষের খবর পায়। এ সময় সায়েন্সল্যাব এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, সংঘর্ষের সঠিক কারণ জানা না গেলেও এ ঘটনায় অন্তত তিন থেকে চারজন শিক্ষার্থী আহত হয়েছেন।

আরো পড়ুন : ৬ লাশ পোড়ানো মামলায় ১৬ জনের বিচার শুরু

ঘটনার বিষয়টি নিশ্চিত করে নিউমার্কেট থানার ওসি এ কে এম মাহফুজুল হক বলেন, ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা নিউমার্কেট এলাকায় সংঘর্ষে জড়িয়েছে। সংঘর্ষের কারণ এখনও পরিষ্কার নয়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

আহতের বিষয়ে তিনি জানান, উভয় পক্ষের কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। সিটি কলেজের তিনজন এবং ঢাকা কলেজের একজন শিক্ষার্থীকে আহত অবস্থায় পাওয়া গেছে।

উল্লেখ্য, চলতি বছরের ১৯ জানুয়ারি ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে একজন আহত হন। এরপর ৯ ফেব্রুয়ারি সিটি কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে অন্তত ১৮ জন আহত হন। ২০ ফেব্রুয়ারি ঢাকা কলেজ শিক্ষার্থীদের ওপর হামলার জেরে ফের সংঘর্ষের ঘটনা ঘটে। আর ১৮ মার্চের সংঘর্ষে আহত হন অন্তত ৫০ জন শিক্ষার্থী ও পথচারী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিস্ফোরণ মামলায় মির্জা ফখরুলসহ ৬৫ জনকে অব্যাহতি

বিস্ফোরণ মামলায় মির্জা ফখরুলসহ ৬৫ জনকে অব্যাহতি

যে কারণে ভিসা ইস্যু করে না যুক্তরাষ্ট্র

যে কারণে ভিসা ইস্যু করে না যুক্তরাষ্ট্র

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আপিল বিভাগের রায়ের তারিখ নির্ধারণ

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আপিল বিভাগের রায়ের তারিখ নির্ধারণ

জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘের প্রতিবেদনকে ‘ঐতিহাসিক দলিল’ ঘোষণা

জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘের প্রতিবেদনকে ‘ঐতিহাসিক দলিল’ ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App