রাবিতে ‘কমপ্লিট শাটডাউন’, শিক্ষক লাঞ্ছনার ঘটনার তদন্তে কমিটি

কাগজ ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৯ পিএম

ছবি : সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা পোষ্য কোটা সুবিধা বাতিল এবং উপ-উপাচার্য লাঞ্ছিতের ঘটনার প্রতিবাদে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) থেকে চলা এই কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে। তবে রাকসু নির্বাচন, পানি, বিদ্যুৎ ও পরিবহন সেবা এই কর্মসূচির বাইরে রাখা হয়েছে।
সকালে থেকেই শিক্ষক-কর্মচারীরা প্রশাসন ভবনের সামনে, সিনেট ভবনের পাশে ও আমতলায় অবস্থান নিয়ে কর্মসূচি পালন করছেন।
এর আগে গতকাল সিন্ডিকেট সভা শেষে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ সাংবাদিকদের জানান, উপ-উপাচার্যকে লাঞ্ছিত করার ঘটনায় পাঁচ সদস্যের একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি, নিরপেক্ষ তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনেরও সুপারিশ করা হয়েছে।
আরো পড়ুন : ক্যাম্পাসে মাদকের বিরুদ্ধে আইন পাসের উদ্যোগ নেব: জাকসু ভিপি
তিনি বলেন, প্রাতিষ্ঠানিক সুবিধায় ভর্তি স্থগিতের যে ঘোষণা গতকাল দেওয়া হয়েছে, সেটি সিন্ডিকেটকে জানানো হয়েছে এবং সিন্ডিকেটও এ সিদ্ধান্ত সমর্থন দিয়েছে। আজ থেকে ভর্তি কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও আপাতত তা বন্ধ থাকবে। সব পক্ষের সঙ্গে আলোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
জুবেরী ভবনে উপ-উপাচার্য লাঞ্ছনার ঘটনাকে নজিরবিহীন উল্লেখ করে রেজিস্ট্রার বলেন, একজন উপ-উপাচার্যকে এভাবে শারীরিকভাবে লাঞ্ছিত করা অত্যন্ত নিন্দনীয়। এজন্য পাঁচ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে এবং নিরপেক্ষ তদন্ত নিশ্চিতে বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
এদিকে, সিন্ডিকেট সভায় পোষ্য কোটা স্থগিত রাখার সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন রাবি অফিসার্স সমিতির সভাপতি মোক্তার হোসেন। তিনি বলেন, আমরা হতাশ হয়েছি। দেশের সব বিশ্ববিদ্যালয়েই এ সুবিধা আছে। আমাদের না দেওয়ায় আজ থেকে আমরা কমপ্লিট শাটডাউন শুরু করেছি। তবে পরিবহন, পানি, বিদ্যুৎ আর রাকসু এ কর্মসূচির আওতার বাইরে থাকবে।