×

ক্যাম্পাস

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্বমিত্র চাকমার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ০৪:২৮ পিএম

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্বমিত্র চাকমার

সর্বমিত্র চাকমা। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন কার্যনির্বাহী কমিটির সদস্য সর্বমিত্র চাকমা। একই সঙ্গে শারীরিক শিক্ষাকেন্দ্রের ঘটনায় কান ধরে ওঠবস করানোর প্রসঙ্গে তিনি দুঃখ প্রকাশ করেছেন।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুর ২টা ৪৪ মিনিটে নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানান সর্বমিত্র চাকমা।

পোস্টে তিনি উল্লেখ করেন, ডাকসুর কার্যনির্বাহী সদস্য পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত তিনি নিজেই নিয়েছেন এবং এটি কোনো ক্ষোভ বা অভিমান থেকে নেওয়া সিদ্ধান্ত নয়। তিনি বলেন, শিক্ষার্থীরা যে প্রত্যাশা নিয়ে তাকে প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছিলেন, সেই প্রত্যাশা পূরণে তিনি সক্ষম হননি। প্রশাসনের অসহযোগিতা ও ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষাকেন্দ্রের সাম্প্রতিক ঘটনার প্রসঙ্গে দুঃখ প্রকাশ করে সর্বমিত্র চাকমা লিখেছেন, শারীরিক শিক্ষাকেন্দ্রের মাঠটি কেবল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যবহারের জন্য নির্ধারিত। কিন্তু দীর্ঘদিন ধরে সেখানে বহিরাগতদের অবাধ প্রবেশ একটি গুরুতর নিরাপত্তা সংকটে পরিণত হয়েছে। বহিরাগতদের কারণে নারী শিক্ষার্থীদের হেনস্তা, মোবাইল ফোন, মানিব্যাগ ও সাইকেল চুরির মতো ঘটনার কথাও উল্লেখ করেন তিনি। এসব ঘটনা শিক্ষার্থীদের ব্যক্তিগত নিরাপত্তার পাশাপাশি একটি শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপদ পরিবেশ ও মর্যাদাকেও প্রশ্নবিদ্ধ করছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, উদ্বেগজনক বিষয় হলো— এ পরিস্থিতি সম্পর্কে শিক্ষার্থীরা বারবার প্রশাসনকে জানালেও এখনো কোনো কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। শারীরিক শিক্ষাকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হয়নি, নিরাপত্তা জোরদার করা হয়নি এবং বহিরাগতদের প্রবেশ রোধেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়নি। প্রশাসনের দীর্ঘদিনের নীরবতা ও অসহযোগিতা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে বলে উল্লেখ করেন তিনি।

সর্বমিত্র চাকমা লেখেন, বহিরাগতরা নিয়মিতভাবে ঢাকা মেডিকেল কলেজের বিপরীত পাশের দেয়াল টপকে শারীরিক শিক্ষাকেন্দ্রে প্রবেশ করে। একাধিকবার নিষেধ করা হলেও তারা তা উপেক্ষা করে এবং বাধা দিলে উল্টো স্টাফদের লক্ষ্য করে ঢিল ছুড়ে পালিয়ে যায়, যা চরম নিরাপত্তা ঝুঁকির ইঙ্গিত দেয়। এই বাস্তবতায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক ক্রমেই বাড়ছিল বলেও তিনি উল্লেখ করেন।

ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে সর্বমিত্র চাকমা বলেন, প্রশাসনিক ব্যর্থতা ও নিরাপত্তাহীন পরিস্থিতির মধ্যে বহিরাগতদের প্রবেশ ঠেকানোর উদ্দেশ্যে তিনি কান ধরে ওঠবস করাতে বাধ্য হন। তবে এ ধরনের আচরণ কোনোভাবেই তার প্রত্যাশিত বা কাম্য ছিল না। তিনি স্বীকার করেন, এভাবে কাউকে শাস্তি দেওয়া তার উচিত হয়নি এবং এ ঘটনার জন্য তিনি নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভোলায় বাসচাপায় মা-ছেলেসহ নিহত ৩

ভোলায় বাসচাপায় মা-ছেলেসহ নিহত ৩

শীতের মাঝেই বৃষ্টির পূর্বাভাস

শীতের মাঝেই বৃষ্টির পূর্বাভাস

দেশের হাসপাতাল ও ক্লিনিককে জরুরি নির্দেশনা জারি

দেশের হাসপাতাল ও ক্লিনিককে জরুরি নির্দেশনা জারি

স্ত্রী-সন্তান হারানো সেই ছাত্রলীগ নেতা সাদ্দামের হাইকোর্টে জামিন

স্ত্রী-সন্তান হারানো সেই ছাত্রলীগ নেতা সাদ্দামের হাইকোর্টে জামিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App