×

দুর্ঘটনা

ভোলায় বাসচাপায় মা-ছেলেসহ নিহত ৩

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ০৬:১৮ পিএম

ভোলায় বাসচাপায় মা-ছেলেসহ নিহত ৩

ছবি : সংগৃহীত

ভোলার লালমোহন উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশায় থাকা মা ও ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার (২৬ জানুয়ারি) দুপুর আনুমানিক ২টার দিকে ভোলা–চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের লালমোহনের গজারিয়া এলাকায় আজহার উদ্দিন কলেজের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শশীগঞ্জ এলাকার বাসিন্দা শিল্পী রাণী দাস (৫৫), তার ছেলে তুষার দাস (২৫) এবং অটোরিকশাচালক মো. নাসিম (৪৩)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ভোলা সদরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড থেকে একটি যাত্রীবাহী বাস চরফ্যাশনের উদ্দেশে যাত্রা শুরু করে। দুপুর ২টার দিকে বাসটি গজারিয়া বাজারসংলগ্ন ডা. আজহার উদ্দিন কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।

আরো পড়ুন : স্ত্রী-সন্তান হারানো সেই ছাত্রলীগ নেতা সাদ্দামের হাইকোর্টে জামিন

দুর্ঘটনায় অটোরিকশাটি সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অটোরিকশাচালকসহ এতে থাকা দুই যাত্রী নিহত হন। খবর পেয়ে লালমোহন থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

তবে এ ঘটনায় বাসে থাকা কোনো যাত্রী নিহত বা গুরুতর আহত হয়নি বলে জানা গেছে।

উল্লেখ্য, এর আগেও গত বৃহস্পতিবার একই এলাকায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী আবুল কালাম ও মো. অলি উল্যাহ ডুবাই নামের শালা–দুলাভাই নিহত হন। মাত্র চার দিনের ব্যবধানে একই স্থানে আবারও প্রাণহানির ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অবাধ-সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ

অবাধ-সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ

মিজানুর রহমান সোহেলের ‘কনটেন্ট ক্রিয়েটর’ বইয়ের প্রি-অর্ডার শুরু

মিজানুর রহমান সোহেলের ‘কনটেন্ট ক্রিয়েটর’ বইয়ের প্রি-অর্ডার শুরু

ভোলায় বাসচাপায় মা-ছেলেসহ নিহত ৩

ভোলায় বাসচাপায় মা-ছেলেসহ নিহত ৩

শীতের মাঝেই বৃষ্টির পূর্বাভাস

শীতের মাঝেই বৃষ্টির পূর্বাভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App