×
Icon ব্রেকিং
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমান বিধ্বস্ত হয়ে ১৯ জন নিহত

রাজধানী

প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, নিহত স্কোয়াড্রন লিডার তৌকির

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ০৩:০৮ পিএম

প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, নিহত স্কোয়াড্রন লিডার তৌকির

নিহত পাইলট স্কোয়াড্রন লিডার তৌকির। ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট স্কোয়াড্রন লিডার তৌকির নিহত হয়েছেন। এ ঘটনায় আরো অনেকেই হতাহত হয়েছেন। আহতদের জাতীয় বার্ন ইন্সটিটিউটে নেয়া হচ্ছে। এখন পর্যন্ত ২৩ জনকে হাসপাতালে নেয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

সোমবার (২১ জুলাই) বেলা ১টার দিকে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটেছে। বিমান বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, বিধ্বস্ত বিমানটি এফ-৭ বিজিআই (৭০১) মডেলের প্রশিক্ষণ বিমান ছিল। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই এটি নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরার মাইলস্টোন স্কুলের কাছে আছড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়।

নিহত তৌকির পাবনা ক্যাডেট কলেজের সাবেক শিক্ষার্থী ছিলেন। মাত্র এক বছর আগে তার বিয়ে হয়েছিল বলে জানা গেছে।

বিমান বিধ্বস্তের সময় স্কুল এলাকায় কয়েকজন বেসামরিক মানুষও আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। দুর্ঘটনাস্থলে প্রচণ্ড শব্দ ও আগুনের কারণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরো পড়ুন : বিমান বিধ্বস্তের সময় মাইলস্টোনে চলছিল ক্লাস

দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর ও পূর্বাচল ফায়ার স্টেশন থেকে অন্তত ৮টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায় এবং উদ্ধারকাজে অংশ নেয়। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, এখনও উদ্ধারকাজ চলছে এবং ধ্বংসস্তূপের ভেতরে কেউ আটকা পড়েছেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রাথমিকভাবে কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা জানা যায়নি। বাংলাদেশ বিমান বাহিনী এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠনের প্রস্তুতি নিচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কারাগারে ডা. সামন্ত লাল সেন, এ খবর সত্য নয়

কারাগারে ডা. সামন্ত লাল সেন, এ খবর সত্য নয়

বাংলাদেশের ইতিহাসে যত বিমান দুর্ঘটনা

বাংলাদেশের ইতিহাসে যত বিমান দুর্ঘটনা

দেশের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা ১৯৮৪ সালের ৫ আগস্ট কী ঘটেছিল?

দেশের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা ১৯৮৪ সালের ৫ আগস্ট কী ঘটেছিল?

এবার রানওয়ে থেকে ছিটকে গেলো এয়ার ইন্ডিয়ার বিমান

এবার রানওয়ে থেকে ছিটকে গেলো এয়ার ইন্ডিয়ার বিমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App