×

রাজধানী

টানা বৃষ্টিতে ডুবে আছে ঢাকা, নাজেহাল জনজীবন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৩ এএম

টানা বৃষ্টিতে ডুবে আছে ঢাকা, নাজেহাল জনজীবন

ছবি : সংগৃহীত

গত রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে সোমবার সকালেই রাজধানী ঢাকা যেন জলমগ্ন এক শহরে পরিণত হয়েছে। মিরপুর, মতিঝিল, আরামবাগ, রাজারবাগ, মগবাজার কিংবা মৌচাক সব এলাকাতেই প্রায় একই দৃশ্য।

হাঁটুসমান পানিতে হেঁটে যাচ্ছেন মানুষ, ভিজে গেছে তাদের পোশাক-জুতো। অলিগলি থেকে প্রধান সড়ক সবখানেই পানির দখল।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে যারা কর্মস্থল কিংবা বিদ্যালয়ের উদ্দেশে ঘর থেকে বেরিয়েছেন, তাদের জন্য এই বৃষ্টি যেন এক দুঃস্বপ্ন। রিকশা বা বাস কোনো পরিবহনই ঠিকমতো চলতে পারছে না।

আরো পড়ুন : বঙ্গোপসাগরে পরপর দুটি লঘুচাপ সৃষ্টির আভাস

সড়কের পানি আর যানজট মিলিয়ে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। হাতিরঝিলের ঝকঝকে রাস্তা থেকেও পানি সরেনি, কোথাও কোথাও গাড়ি আটকে থাকতে দেখা গেছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রবিবার রাত ১২টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ৩৪ মিলিমিটার।

এর বাইরে সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, এ সময় আরো ৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।

বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের আশঙ্কা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর পর ২৪ সেপ্টেম্বরের দিকে আরো একটি লঘুচাপের সম্ভাবনা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টানা বৃষ্টিতে ডুবে আছে ঢাকা, নাজেহাল জনজীবন

টানা বৃষ্টিতে ডুবে আছে ঢাকা, নাজেহাল জনজীবন

কারাগারের অভিজ্ঞতা জানালেন রিয়া চক্রবর্তী

কারাগারের অভিজ্ঞতা জানালেন রিয়া চক্রবর্তী

বৃষ্টির মধ্যেও ঢাকার বাতাসে নেই সুখবর

বৃষ্টির মধ্যেও ঢাকার বাতাসে নেই সুখবর

জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে ড. মুহাম্মদ ইউনূস

জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে ড. মুহাম্মদ ইউনূস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App