×

রাজধানী

নিরাপদ সড়কের দাবিতে ফার্মগেটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ০১:২৪ পিএম

নিরাপদ সড়কের দাবিতে ফার্মগেটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ছবি : সংগৃহীত

রাজধানীর ফার্মগেটে ট্রাকচাপায় মাদ্রাসার এক শিক্ষার্থী নিহতের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও নিরাপদ সড়কের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। পরে পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা ফার্মগেট মোড়ে সড়ক অবরোধ করেন। প্রায় আধা ঘণ্টা ধরে এ অবরোধ চলায় ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুপুর পৌনে ১টার দিকে তারা সরে গেলে স্বাভাবিক হয় যানবাহন চলাচল।

ট্রাফিক তেজগাঁও বিভাগের তেজগাঁও জোনের সহকারী কমিশনার অনীশ কীর্ত্তনীয়া বলেন, শিক্ষার্থীরা দুপুর ১২টা থেকে আধা ঘণ্টার মতো রাস্তা অবরোধ করেছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং যান চলাচল শুরু হয়।

আরো পড়ুন : শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ধার্য হবে যেদিন

তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) আব্দুল্লাহ আল ইমরান জানান, শিক্ষার্থীদের বোঝানোর পর তারা সড়ক থেকে সরে যান।

বিক্ষোভরত শিক্ষার্থীরা বলেন, সড়কে স্পিডব্রেকার স্থাপন, যানবাহনের গতি নিয়ন্ত্রণ, ফুটপাত দখলমুক্ত করা এবং ট্রাকচাপায় নিহত শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দায়ীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে।

এর আগে মঙ্গলবার (২১ অক্টোবর) রাজধানীর ফার্মগেটে সরকারি বিজ্ঞান কলেজের সামনে লরিচাপায় সিফাত নামে এক মাদ্রাসাছাত্র নিহত হন। পরদিন বুধবারও একই দাবিতে শিক্ষার্থীরা দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাড়লো জ্বালানি তেলের দাম

বাড়লো জ্বালানি তেলের দাম

শাহজালালে ভয়াবহ আগুন: ব্যবসায়ীদের সহায়তায় বিশেষ তহবিলের আহ্বান

শাহজালালে ভয়াবহ আগুন: ব্যবসায়ীদের সহায়তায় বিশেষ তহবিলের আহ্বান

আন্তর্জাতিক বাজারে বাড়লো স্বর্ণের দাম

আন্তর্জাতিক বাজারে বাড়লো স্বর্ণের দাম

শিক্ষা ও কর্মসংস্থানের মধ্যে ব্যবধান দূর করার আহ্বান

শিক্ষা ও কর্মসংস্থানের মধ্যে ব্যবধান দূর করার আহ্বান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App