×

বিশ্ববাণিজ্য

আন্তর্জাতিক বাজারে বাড়লো স্বর্ণের দাম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ০৬:০০ পিএম

আন্তর্জাতিক বাজারে বাড়লো স্বর্ণের দাম

ছবি : সংগৃহীত

রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা এবং চীনের রপ্তানি নিয়ন্ত্রণের পরিকল্পনায় বৈশ্বিক ভূরাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদি বেড়েছে। এর প্রভাবে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার দুপুর পর্যন্ত স্পট গোল্ডের দাম আউন্সপ্রতি ৪,১১৯.৪৯ ডলারে পৌঁছেছে, যা আগের দিনের তুলনায় ০.৬ শতাংশ বেশি। বুধবার এটি প্রায় দুই সপ্তাহের সর্বনিম্ন পর্যায়ে অবস্থান করছিল। ডিসেম্বর সরবরাহের মার্কিন স্বর্ণ ফিউচারের দামও আউন্সপ্রতি ৪,১৩৬ ডলার, যা আগের তুলনায় ১.৮ শতাংশ বেড়েছে। খবর রয়টার্সের।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে প্রথমবারের মতো ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছেন। এই নিষেধাজ্ঞায় রাশিয়ার তেল কোম্পানি লুকঅয়েল ও রসনেফটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরো পড়ুন : ল্যুভর থেকে চুরি যাওয়া অলংকারের বাজারমূল্য কত?

এছাড়া, ট্রাম্প প্রশাসন চীনের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ হিসেবে ল্যাপটপ থেকে জেট ইঞ্জিন পর্যন্ত বিভিন্ন সফটওয়্যার-নির্ভর রপ্তানি নিয়ন্ত্রণের পরিকল্পনা করছে। বেইজিং সম্প্রতি বিরল খনিজ রপ্তানিতে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

চলতি বছরে স্বর্ণের দাম প্রায় ৫৭ শতাংশ বেড়েছে এবং সোমবার আউন্সপ্রতি ৪,৩৮১.২১ ডলারে ইতিহাসের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। ভূরাজনৈতিক অনিশ্চয়তা, সুদহার কমার প্রত্যাশা এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোর ধারাবাহিক স্বর্ণ কেনা এ বৃদ্ধির মূল কারণ হিসেবে ধরা হচ্ছে।

এদিকে, বৃহস্পতিবার অন্যান্য ধাতুর দামের অবস্থানও পরিবর্তন হয়েছে। স্পট রুপার দাম আউন্সপ্রতি ৪৯.৩৩ ডলারে ১.৭ শতাংশ বেড়েছে, প্লাটিনামের দাম ২.৩ শতাংশ বেড়ে ১,৬৫৯.৫০ ডলারে পৌঁছেছে, আর প্যালাডিয়ামের দাম ০.৬ শতাংশ কমে আউন্সপ্রতি ১,৪৫০ ডলার হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাড়লো জ্বালানি তেলের দাম

বাড়লো জ্বালানি তেলের দাম

শাহজালালে ভয়াবহ আগুন: ব্যবসায়ীদের সহায়তায় বিশেষ তহবিলের আহ্বান

শাহজালালে ভয়াবহ আগুন: ব্যবসায়ীদের সহায়তায় বিশেষ তহবিলের আহ্বান

আন্তর্জাতিক বাজারে বাড়লো স্বর্ণের দাম

আন্তর্জাতিক বাজারে বাড়লো স্বর্ণের দাম

শিক্ষা ও কর্মসংস্থানের মধ্যে ব্যবধান দূর করার আহ্বান

শিক্ষা ও কর্মসংস্থানের মধ্যে ব্যবধান দূর করার আহ্বান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App