ফটিকছড়িতে অগ্নিকাণ্ডে ৭ দোকান ভস্মীভূত, ক্ষতি অর্ধকোটি টাকা

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ০২:৫৩ পিএম

ছবি : সংগৃহীত
চট্টগ্রামের ফটিকছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
রোববার (৫ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে নাজিরহাট পৌরসভার ৫নং ওয়ার্ডের ফকিরহাট বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে।
ফকিরহাট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মাওলানা ইয়াকুব জানান, রাত দেড়টার দিকে বাজারে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসকে জানানো হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এলাকাবাসীর সহায়তায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আরো পড়ুন : আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ছয় ইউনিট
এ ঘটনায় মুদি দোকান মালিক মুছা ও আজিজুল হক, আবু সাইদের ডিপার্টমেন্টাল স্টোর, রাজিব পালের মোবাইলের দোকান, এহসানের স্টেশনারি দোকান, সুজনের মিষ্টির দোকান ও একটি গোডাউন সম্পূর্ণ ভস্মীভূত হয়।
ব্যবসায়ীরা জানিয়েছেন, অগ্নিকাণ্ডে তাদের অন্তত অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।
ফটিকছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কামাল উদ্দিন বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।