×

রংপুর

বিপৎসীমার ওপরে তিস্তার পানি, পানিবন্দি লাখো মানুষ

Icon

শেখ জাহাঙ্গীর আলম শাহীন, লালমনিরহাট থেকে

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ০৪:১৯ পিএম

বিপৎসীমার ওপরে তিস্তার পানি, পানিবন্দি লাখো মানুষ

ছবি : ভোরের কাগজ

উজানের ঢল ও ভারী বর্ষণে তিস্তা নদীর পানি হঠাৎ আশঙ্কাজনকভাবে বেড়ে বিপৎসীমা অতিক্রম করায় লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর ও নীলফামারী পাঁচ জেলার অন্তত এক লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। রবিবার (৫ অক্টোবর) রাত ১০টার দিকে তিস্তা ব্যারেজ এলাকায় নদীর পানি বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ব্যারেজ এলাকায় রেড অ্যালার্ট জারি করে এবং ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের সহায়তায় দেড় শতাধিক চরাঞ্চলের মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়। রাতে ফ্লাড বাইপাস সড়কের ওপর দিয়েও পানি প্রবাহিত হতে থাকে। সোমবার ভোর থেকে পানি কিছুটা কমলেও দুপুর পর্যন্ত কাউনিয়া পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ২১ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হয়।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, ব্যারেজের ৪৪টি গেট খুলে দেওয়া হয়েছে। তিনি বলেন, “রাতে বিপৎসীমার অনেক ওপরে পানি উঠায় ব্যারেজ এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়। ঝুঁকিপূর্ণ গ্রামগুলো থেকে মানুষ সরিয়ে নেওয়া হয়েছে। ব্যারেজ রক্ষায় বাইপাস সড়ক কেটে দেওয়ার উপক্রম হয়েছিল।”

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুনীল কুমার বলেন, “উজান থেকে প্রবাহিত পানি ভাটির দিকে বাড়ছে। এবছর তিস্তায় সর্বোচ্চ পানি প্রবাহ রেকর্ড হয়েছে, যা বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে গেছে।”

স্থানীয় কৃষক হাবিবুর রহমান বলেন, “রাতে ঘরের ভেতরে কোমরসমান পানি ওঠে। খাটের ওপর আশ্রয় নেই। প্রশাসন আমাদের নিরাপদ জায়গায় নিয়ে যায়। পাঁচ বিঘা আমন ধান পানির নিচে ডুবে গেছে।” চর এলাকার গৃহবধূ রাবেয়া খাতুন জানান, “দুই শিশু সন্তান নিয়ে মাইকিং শুনে এক কাপড়ে ঘর ছেড়ে বের হয়েছি। গবাদি পশু সঙ্গে নিয়ে নিরাপদ আশ্রয়ে যেতে পেরেছি।”

রংপুর আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক সিরাজুল ইসলাম জানান, বন্যায় সবজি খেতে বড় ক্ষতি হতে পারে। তবে ৩-৪ দিনের মধ্যে পানি নেমে গেলে আমন ধানের ক্ষতি সীমিত থাকবে।

লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার জানান, “পানিবন্দি মানুষদের নিরাপদে সরিয়ে আনা হয়েছে। শুকনো খাবার ও ত্রাণ বিতরণ শুরু হয়েছে।”

পাউবো কর্মকর্তারা জানিয়েছেন, ভারত থেকে আগাম সতর্ক বার্তা না পাওয়ায় হঠাৎ পরিস্থিতি নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ে। বর্তমানে বাঁধগুলো হুমকির মুখে থাকলেও বড় ক্ষয়ক্ষতি হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেষ হলো বিসিবি নির্বাচন, অপেক্ষা ফলাফলের

শেষ হলো বিসিবি নির্বাচন, অপেক্ষা ফলাফলের

বাংলাদেশে দ্রুত নির্বাচনের প্রত্যাশা ভারতের

বাংলাদেশে দ্রুত নির্বাচনের প্রত্যাশা ভারতের

বিপৎসীমার ওপরে তিস্তার পানি, পানিবন্দি লাখো মানুষ

বিপৎসীমার ওপরে তিস্তার পানি, পানিবন্দি লাখো মানুষ

বেসরকারি শিক্ষকদের বাড়িভাড়া বাড়ানোর প্রস্তাব অর্থ বিভাগে

বেসরকারি শিক্ষকদের বাড়িভাড়া বাড়ানোর প্রস্তাব অর্থ বিভাগে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App