×

চট্টগ্রাম

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রান্সফর্মার বিস্ফোরণে ৮ শিক্ষার্থী দগ্ধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ১১:৫৬ এএম

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রান্সফর্মার বিস্ফোরণে ৮ শিক্ষার্থী দগ্ধ

ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বড় হুজুর বাড়ি দারুল নাজাত মহিলা মাদ্রাসায় ট্রান্সফর্মার বিস্ফোরণের ঘটনায় আটজন শিক্ষার্থী দগ্ধ হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) বিকেল পৌনে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধদের মধ্যে পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, আর তিনজনকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন, সাদিয়া আক্তার (১২), রুবাইয়া (৯), আয়মান (৬), নুসরাত (১০), আলিয়া (৩০), তুইবা (৬), রওজা (১৩) ও আফরিন (১৩)।

আফরিনের মামা মো. আনোয়ার জানান, বুধবার বিকেলে হঠাৎ মাদ্রাসার পাশে থাকা ট্রান্সফর্মারটি বিস্ফোরিত হয়। তখন মাদ্রাসার চতুর্থ তলায় শিক্ষার্থীরা ক্লাস করছিল। বিস্ফোরণের আগুনের ফুলকি মাদ্রাসার ভেতরে ঢুকে পড়ে, এতে কয়েকজন শিক্ষার্থী দগ্ধ হয়। পরে রাতেই তাদের দ্রুত উদ্ধার করে ঢাকায় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, আটজন দগ্ধ মাদ্রাসাছাত্রীকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে সাদিয়ার শরীরের ১৩ শতাংশ, রুবাইয়ার ৫ শতাংশ, আয়মানের ২ শতাংশ, নুসরাতের ৩ শতাংশ, তুইবার ৩ শতাংশ, রওজার ৩ শতাংশ, আলিয়ার ১৪ শতাংশ ও আফরিনের ৫ শতাংশ পুড়ে গেছে।

তিনি জানান, পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে, আর বাকি তিনজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গলায় সাপ জড়িয়ে প্রিয়াঙ্কার ফটোশ্যুট

গলায় সাপ জড়িয়ে প্রিয়াঙ্কার ফটোশ্যুট

নির্বাচনের দিন ছাড়া গণভোটের সিদ্ধান্ত মানবে না বিএনপি

মির্জা ফখরুল নির্বাচনের দিন ছাড়া গণভোটের সিদ্ধান্ত মানবে না বিএনপি

নারীর কর্মসংস্থান বাড়াতে বিশেষ উদ্যোগ নেবে বিএনপি

তারেক রহমান নারীর কর্মসংস্থান বাড়াতে বিশেষ উদ্যোগ নেবে বিএনপি

নভেম্বরেই গণভোটের দাবিতে ইসিতে আট দল

নভেম্বরেই গণভোটের দাবিতে ইসিতে আট দল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App