×

বিনোদন

গলায় সাপ জড়িয়ে প্রিয়াঙ্কার ফটোশ্যুট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ০২:১৮ পিএম

গলায় সাপ জড়িয়ে প্রিয়াঙ্কার ফটোশ্যুট

ছবি : সংগৃহীত

গ্লোবাল স্টার প্রিয়াঙ্কা চোপড়া বরাবরই তার আত্মবিশ্বাসী ও সাহসী উপস্থিতির জন্য আলোচনায় থাকেন। তবে এবার তিনি এমন কিছু করেছেন যা দেখে হতবাক তার অনুরাগী থেকে শুরু করে স্বামী নিক জোনাস পর্যন্ত। সাদা টপ ও ডেনিম জিন্সে সেজে প্রিয়াঙ্কা এবার গলায় জড়ালেন একেবারে আস্ত জীবন্ত সাপ! আর সেই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়।

সম্প্রতি প্রিয়াঙ্কা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সাপের সঙ্গে পোজ দেওয়া একাধিক ছবি ও একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওতে দেখা যায়, নিক জোনাস মজার ছলে বলেন, তোমার এই নতুন গয়না আমার খুব পছন্দ হয়েছে। সঙ্গে সঙ্গে প্রিয়াঙ্কা হেসে জবাব দেন, ধন্যবাদ, কিন্তু এটা গয়না নয়, এটা আসল সাপ।

ভিডিওতে নিকের মুখে ভয় আর বিস্ময়ের ছাপ স্পষ্ট হলেও প্রিয়াঙ্কা ছিলেন সম্পূর্ণ স্বাচ্ছন্দ্যে। তিনি হাসিমুখে সাপটিকে হাতে নিয়ে পোজ দিচ্ছিলেন, যেন সাপটিই তার নতুন ফটোশ্যুট পার্টনার।

এর পাশাপাশি অভিনেত্রী তার পুরোনো কিছু সাহসী মুহূর্তের ছবিও প্রকাশ করেছেন, যার একটিতে তার গলায় ঝুলছে একটি বিশাল হলুদ অজগর, আরেকটিতে হাতে ধরা কালো সাপ। এমনকি একটি ছবিতে দেখা যায়, প্রিয়াঙ্কা হাতে কোবরা নিয়ে দাঁড়িয়ে আছেন অনায়াস ভঙ্গিতে। স্পষ্টতই সাপের প্রতি তার কোনো ভয় নেই বরং রয়েছে একরাশ কৌতূহল ও নির্ভীকতা।

অভিনেত্রীর এমন দুঃসাহসিকতার প্রশংসায় ভরে গেছে মন্তব্য বিভাগ। এক ভক্ত লিখেছেন, “তুমি ভয়হীন এক রানী, কিন্তু নিকের মুখটা কি দেখেছো? একেবারে অবাক!” আরেকজনের মন্তব্য, “তুমি আনন্দে আছো, কিন্তু তোমার এই ভিডিও দেখে আমি তিন রাত ঘুমাতে পারব না!” অন্য এক অনুরাগী লিখেছেন, “এটা সত্যিই ভীতিকর, তবে তোমার সাহস দেখে অভিভূত!”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গণভোটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

গণভোটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

গৃহযুদ্ধের পরিস্থিতি হলে দায় প্রধান উপদেষ্টার : নাসীরুদ্দীন পাটওয়ারী

গৃহযুদ্ধের পরিস্থিতি হলে দায় প্রধান উপদেষ্টার : নাসীরুদ্দীন পাটওয়ারী

ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

পাকিস্তান পররাষ্ট্রনীতির পুনর্জন্ম ঘটাচ্ছে- এমন নয়

পাকিস্তান পররাষ্ট্রনীতির পুনর্জন্ম ঘটাচ্ছে- এমন নয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App