সেন্টমার্টিনগামী জাহাজে আগুন
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ১০:২৪ এএম
ছবি : সংগৃহীত
কক্সবাজারের নুনিয়াছড়া এলাকায় বিআইডব্লিউটিএ ঘাটসংলগ্ন বাঁকখালী নদীতে সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ ‘দ্যা আটলান্টিক ক্রুজ’-এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে জাহাজটির ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায় বলে স্থানীয়রা জানান।
ঘটনাটি নিশ্চিত করেছেন সেন্ট মার্টিনগামী পর্যটকবাহী জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর।
আরো পড়ুন : ঘন কুয়াশা ও তীব্র শীতে বিপর্যস্ত কুড়িগ্রামের জনজীবন
তিনি বলেন, আগুন লাগার সঙ্গে সঙ্গে জাহাজে থাকা কর্মীরা দ্রুত প্রাথমিক উদ্যোগ নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পুরোপুরি স্থিতিশীল করে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জাহাজের ইঞ্জিন কক্ষ বা বৈদ্যুতিক লাইনের ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
ঘটনাস্থলে পুলিশ, নৌপরিবহণ কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সদস্যরা উপস্থিত রয়েছেন। জাহাজটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কার্যক্রম চলছে।
এদিকে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং জাহাজটির যাত্রা পুনরায় চালু হবে কি না—সে বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছে জাহাজ কর্তৃপক্ষ।
