শীতকালীন ঝড় ডেভিনে যুক্তরাষ্ট্রে ব্যাপক ফ্লাইট বিপর্যয়
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ১০:৩২ এএম
ছবি : সংগৃহীত
শীতকালীন ঝড় ‘ডেভিন’–এর প্রভাবে যুক্তরাষ্ট্রজুড়ে হাজার হাজার ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়েছে। এতে ছুটির মৌসুমে ভ্রমণকারী যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। যুক্তরাষ্ট্রের বিমান চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ফ্লাইটঅ্যাওয়ারের তথ্যের বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা।
ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, শুক্রবার স্থানীয় সময় বিকেল ৪টা পর্যন্ত যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে চলাচলকারী, যুক্তরাষ্ট্রে প্রবেশকারী এবং দেশটি থেকে ছেড়ে যাওয়া মোট ১ হাজার ৫৮১টি ফ্লাইট বাতিল এবং ৬ হাজার ৮৮৩টি ফ্লাইট বিলম্বিত হয়েছে।
বিশ্বের অন্যতম বৃহৎ ফ্লাইট ট্র্যাকিং ডেটা কোম্পানি হিসেবে পরিচিত ফ্লাইটঅ্যাওয়ার জানায়, চলমান শীতকালীন ঝড়ের কারণে এই বিপর্যয় আরো বাড়তে পারে।
এদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ সতর্ক করে জানিয়েছে, শীতকালীন ঝড় ডেভিনের কারণে ভ্রমণের জন্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। মধ্য-পশ্চিম ও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় ভারী তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
গত শুক্রবার দেশটির ৪ কোটির বেশি মানুষ শীতকালীন ঝড় সংক্রান্ত সতর্কতার আওতায় ছিলেন। একই সঙ্গে ক্যালিফোর্নিয়ায় তথাকথিত ‘অ্যাটমোসফেরিক রিভার’–এর প্রভাবে টানা ভারী বৃষ্টিপাতে প্রায় ৩ কোটি মানুষ বন্যা ও ঝড় সংক্রান্ত সতর্কতার মধ্যে পড়েছেন।
আরো পড়ুন : মার্কিন সিনেটে রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন
যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর নিউইয়র্কে শুক্রবার রাতেই সর্বোচ্চ ২৫০ মিলিমিটার (১০ ইঞ্চি) পর্যন্ত তুষারপাত হতে পারে বলে আশঙ্কা করা হয়, যা গত চার বছরের মধ্যে সর্বোচ্চ হতে পারে। পাশাপাশি সপ্তাহান্তে তাপমাত্রা আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ কানাডা থেকে একটি শক্তিশালী আর্কটিক শৈত্যপ্রবাহ নেমে আসতে পারে।
নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর, নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দর ও লাগুয়ার্ডিয়া বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের সম্ভাব্য বিলম্ব ও ফ্লাইট বাতিলের বিষয়ে আগেই সতর্ক করেছে। ফ্লাইটঅ্যাওয়ার জানায়, মোট বাতিল ও বিলম্বিত ফ্লাইটের অর্ধেকেরও বেশি এই তিনটি বিমানবন্দরে ঘটেছে।
বিমান সংস্থাগুলোর মধ্যে শুক্রবার সবচেয়ে বেশি ২২৫টি ফ্লাইট বাতিল করেছে জেটব্লু এয়ারওয়েজ। এরপর রয়েছে ডেল্টা এয়ার লাইনস—২১২টি, রিপাবলিক এয়ারওয়েজ—১৫৭টি, আমেরিকান এয়ারলাইন্স—১৪৬টি এবং ইউনাইটেড এয়ারলাইন্স—৯৭টি ফ্লাইট বাতিল করেছে।
