×

চট্টগ্রাম

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে দুই জেলে গুলিবিদ্ধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ০৬:১০ পিএম

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে দুই জেলে গুলিবিদ্ধ

ছবি : সংগৃহীত

কক্সবাজার টেকনাফের হোয়াইক্যং কাঞ্জরপাড়া সীমান্তে নাফ নদীতে মাছ শিকারের সময় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে দুই জেলে গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে কাঞ্জরপাড়া এলাকার নাফ নদী সীমান্তে এ ঘটনা ঘটে।  

আহতরা হলেন- ওই এলাকার ৫নং ওয়ার্ডের শেখ কামালের ছেলে মো.  সোহেল (১৬) এবং একই এলাকার মো. ইউনুসের ছেলে মো.  ওবাইদুল্লাহ (১৭)। তাদের উদ্ধার করে স্থানীয় এনজিও সংস্থার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

জানা গেছে, মিয়ানমারের অভ্যন্তরে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ও রোহিঙ্গা সশস্ত্র বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। সেখান থেকে ছোড়া গুলিতে তারা গুলিবিদ্ধ হন। 

আহতদের পরিবারের ছৈয়দ আলম জানান, সকালে নাফ নদীতে মাছ ধরার সময় হঠাৎ মিয়ানমার প্রান্ত থেকে বিদ্রোহী গোষ্ঠীর ছোড়া গুলি এসে দুজনের শরীরে লাগে। খবর পেয়ে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে দ্রুত কুতুপালং এমএএসএফ হাসপাতালে (এনজিও সংস্থার) নিয়ে যান। বর্তমানে সোহেলকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।

ঘটনার বিষয়ে উখিয়া-৬৪ ব্যাটালিয়নের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, গোলাগুলির ঘটনায় দুই যুবক আহত হয়েছেন বলে জেনেছি। সীমান্ত পরিস্থিতি বিজিবি নিবিড়ভাবে পর্যবেক্ষণের পাশাপাশি টহল জোরদার করা হয়েছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে দুই জেলে গুলিবিদ্ধ

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে দুই জেলে গুলিবিদ্ধ

পাটওয়ারীর ওপর হামলা মির্জা আব্বাসের নির্দেশে, তারেক রহমানের সম্মতিতে হয়েছে

নাহিদ ইসলাম পাটওয়ারীর ওপর হামলা মির্জা আব্বাসের নির্দেশে, তারেক রহমানের সম্মতিতে হয়েছে

সমাবেশ মঞ্চে তারেক রহমান, দ্বিধা-দ্বন্দ্ব ভুলে কাজ করার আহ্বান

সমাবেশ মঞ্চে তারেক রহমান, দ্বিধা-দ্বন্দ্ব ভুলে কাজ করার আহ্বান

নতুন পে-স্কেল বাস্তবায়নের সুযোগ এই সরকারের নেই : ফাওজুল কবির

নতুন পে-স্কেল বাস্তবায়নের সুযোগ এই সরকারের নেই : ফাওজুল কবির

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App