×

সারাদেশ

আ.লীগ সব সাবজেক্টে একশতে একশ, বিএনপি মাইনাসে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৩, ১১:৩৩ পিএম

আ.লীগ সব সাবজেক্টে একশতে একশ, বিএনপি মাইনাসে

ছবি: ভোরের কাগজ

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, মার্কিনিদের জরিপে বাংলাদেশের ৭০ শতাংশ মানুষ শেখ হাসিনার প্রতি আস্থা রেখেছে। জনগন চাই আবারো আওয়ামী লীগ ক্ষমতায় আসুক। কারণ দেশের মানুষ ভালো আছে। দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি পেলেও মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে বহুগুণ। তাই আওয়ামী লীগ জনগণের কাছে সব সাবজেক্টে একশতে একশ। আর বিএনপি, ২০০১-২০০৬ পর্যন্ত দেশে যে পরিমাণ লুটপাট করেছে, তাতে দেশকে দূর্নীতিতে ৫ বার চ্যাম্পিয়ন হয়েছে। তারা বাংলাদেশকে ব্যার্থ রাষ্ট্রে পরিনত করতে চেয়েছিল। এখনও তারা আবার বলছে- টেক ব্যাক বাংলাদেশ। মানে বাংলাদেশকে আবারো সেই ২০০১ সালে ফিরিয়ে নিতে চায় তারা। শনিবার (১৯ আগস্ট) রাতে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমিতে জেলা তথ্য অফিসের আয়োজনে শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন তিনি। ফরহাদ হোসেন বলেন, আগামী নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের উন্নয়নের ধারা অব্যহত রাখতে, পাশাপাশি সুখে শান্তিতে বসবাস করার জন্য আওয়ামী লীগের কোন বিকল্প নেই। স্বাধীনতা বিরোধী শক্তিরা মাথা চাড়া দিয়ে উঠছে। তারা দেশকে পাকিস্তান বানানোর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সকল ষড়যন্ত্র রুখে দিয়ে স্বাধীনতার পক্ষের শক্তিকে আবারো আমরা ক্ষমতায় আনবো, এটাই আমাদের অঙ্গিকার। স্থানীয় সরকারের মন্ত্রণালয়ের উপপরিচালক শামীম হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, পুলিশ সুপার রাফিউল আলম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহীন। জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয় সম্পাদক শ্বাশত নিপ্পন চক্রবর্তীর সঞ্চালনায় এর আগে স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। এসময় পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য্য, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিম, সদস্য শাহ জামান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসেমসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইডিইবিতে ইউনেট বাংলাদেশ গেমিং ও ইস্পোর্টস সামিট ২০২৫ অনুষ্ঠিত

আইডিইবিতে ইউনেট বাংলাদেশ গেমিং ও ইস্পোর্টস সামিট ২০২৫ অনুষ্ঠিত

জেসিআই বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট আরেফিন রাফি

জেসিআই বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট আরেফিন রাফি

যারা দুর্নীতিগ্রস্ত তাদের হৃদয় থেকে দুর্নীতির ধারণা মুছে যাক: এসিএম সভাপতি

যারা দুর্নীতিগ্রস্ত তাদের হৃদয় থেকে দুর্নীতির ধারণা মুছে যাক: এসিএম সভাপতি

সিলেটের গোলাপগঞ্জের নতুন ইউএনওকে হত্যার হুমকি

সিলেটের গোলাপগঞ্জের নতুন ইউএনওকে হত্যার হুমকি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App