×

সারাদেশ

আ.লীগের জন্ম হয়েছে জনগণের সেবা করার জন্য

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৩, ০৩:১৪ পিএম

আ.লীগের জন্ম হয়েছে জনগণের সেবা করার জন্য

ছবি: ভোরের কাগজ

আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির চেয়ারম্যান ও সাবেক পেট্রোবাংলা চেয়ারম্যান ড. হোসেন মনসুর বলেছেন, জনগণের সেবা করার জন্য আওয়ামী লীগের জন্ম হয়েছে। আওয়ামী লীগ দেশের জন্য মানুষের কল্যানের জন্য কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সংবিধান সম্মুত রেখেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কোনোক্রমেই সংবিধানের বাইরে কোন নির্বাচন হবে না।

সোমবার (২১ আগস্ট) তাড়াশ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হোসনে আরা পারভীন লাভলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, ব্রিগেডিয়ার (অবপাপ্ত) প্রকৌশল নজরুল হাসান মানিক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক শাহিনুর রহমান লাবু, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক মো. ফরহাদ আলী বিদ্যুৎ, পৌর মেয়র আব্দুর রাজ্জাক, জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটি সদস্য আনিস প্রধান, যুবলীগ নেতা ম. ম. জর্জিয়ার মিলন রুবেল প্রমুখ। পরে (২১আগস্ট) গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল খালেক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইডিইবিতে ইউনেট বাংলাদেশ গেমিং ও ইস্পোর্টস সামিট ২০২৫ অনুষ্ঠিত

আইডিইবিতে ইউনেট বাংলাদেশ গেমিং ও ইস্পোর্টস সামিট ২০২৫ অনুষ্ঠিত

জেসিআই বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট আরেফিন রাফি

জেসিআই বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট আরেফিন রাফি

যারা দুর্নীতিগ্রস্ত তাদের হৃদয় থেকে দুর্নীতির ধারণা মুছে যাক: এসিএম সভাপতি

যারা দুর্নীতিগ্রস্ত তাদের হৃদয় থেকে দুর্নীতির ধারণা মুছে যাক: এসিএম সভাপতি

সিলেটের গোলাপগঞ্জের নতুন ইউএনওকে হত্যার হুমকি

সিলেটের গোলাপগঞ্জের নতুন ইউএনওকে হত্যার হুমকি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App