×

সারাদেশ

তরুন শিল্পপতি পেলেন আরজেএফ’র সংবর্ধনা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৩, ০৮:১০ পিএম

তরুন শিল্পপতি পেলেন আরজেএফ’র সংবর্ধনা

তরুন শিল্পপতি তাজমিনউর রহমান তুহিনকে আরজেএফ’র সংবর্ধনা। ছবি: ভোরের কাগজ

তরুন শিল্পপতি তাজমিনউর রহমান তুহিনকে আরজেএফ’র (রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন) পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে।

মফস্বল সাংবাদিকদের অধিকার আদায়ের সংগঠন রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশনের (আরজেএফ) কার্যনির্বাহী কমিটির পরিকল্পনা বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়াতে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (২ ডিসেম্বর) দুপুরে গোপালগঞ্জের কাশিয়ানী প্রেসক্লাব চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা স্বরূপ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় তাকে। একইসঙ্গে অনুষ্ঠানে আরজেএফ’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম, মহাসচিব মো. সেকেন্দার আলম ও যুগ্ম মহাসচিব মিল্টন খানকেও সংবর্ধনা দেওয়া হয়। রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশনের (আরজেএফ) কাশিয়ানী উপজেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করেন।

অনুষ্ঠানে আরজেএফ’র কাশিয়ানী উপজেলা শাখার সভাপতি তাইজুল ইসলাম টিটনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শরাফত হোসেন লাভলু মৃধা, কাশিয়ানী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু ও কাশিয়ানী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজামুল আলম মোরাদ প্রমুখ।

তাজমিনউর রহমান তুহিন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের বিদ্যাধর গ্রামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মরহুম আলহাজ্ব আলী আহমেদ মৃধার (আলী মাস্টার) ছেলে। তিনি লেবাজ সোয়েটার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান ও হযরত শাহ জালাল মৎস্য এন্ড ডেইরি ফার্মের সত্ত্বাধিকারী। এছাড়াও তিনি আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রি কলেজের দাতা সদস্য এবং আলফাডাঙ্গা প্রেসক্লাবের আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইডিইবিতে ইউনেট বাংলাদেশ গেমিং ও ইস্পোর্টস সামিট ২০২৫ অনুষ্ঠিত

আইডিইবিতে ইউনেট বাংলাদেশ গেমিং ও ইস্পোর্টস সামিট ২০২৫ অনুষ্ঠিত

জেসিআই বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট আরেফিন রাফি

জেসিআই বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট আরেফিন রাফি

যারা দুর্নীতিগ্রস্ত তাদের হৃদয় থেকে দুর্নীতির ধারণা মুছে যাক: এসিএম সভাপতি

যারা দুর্নীতিগ্রস্ত তাদের হৃদয় থেকে দুর্নীতির ধারণা মুছে যাক: এসিএম সভাপতি

সিলেটের গোলাপগঞ্জের নতুন ইউএনওকে হত্যার হুমকি

সিলেটের গোলাপগঞ্জের নতুন ইউএনওকে হত্যার হুমকি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App