×

সারাদেশ

মোবাইলের লোভ দেখিয়ে শিশু বলাৎকার, যুবলীগ নেতা গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক, রাজশাহী

প্রকাশ: ০২ জুন ২০২৪, ০৮:৪৪ পিএম

মোবাইলের লোভ দেখিয়ে শিশু বলাৎকার, যুবলীগ নেতা গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

রাজশাহীতে মাছ ধরা এবং মোবাইল ফোনের লোভ দেখিয়ে ১৩ বছর বয়সী এক ছেলে শিশুকে বলাৎকারের অভিযোগে রুস্তম আলী নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১ জুন) তাকে আদালতে তোলা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে শুক্রবার (৩১ মে) রাতে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করে তানোর থানা পুলিশ।

আরো পড়ুন: 'ত্রাণ নয়, টেকসই বেড়িবাঁধ চাই'

গ্রেপ্তার রুস্তম আলী জেলার তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক এবং ইউনিয়নের হরিপুর গ্রামের বাসিন্দা। জানা গেছে, সম্প্রতি একই গ্রামের এক শিশুকে মাছ ধরা এবং মোবাইল ফোনের লোভ দেখিয়ে পুকুর পাড়ে নিয়ে বলাৎকার করে এবং দৃশ্যটি মোবাইলে ভিডিও ধারণ করে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। বলাৎকারের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি স্থানীয় মেম্বারের সহায়তায় থানায় অভিযোগ করে শিশুর পরিবার। ওই অভিযোগের সূত্র ধরে তানোর থানা পুলিশ আসামি রুস্তম আলীকে গ্রেপ্তার করে। 

এ বিষয়ে তানোর থানার ওসি আব্দুর রহিম বলেন, তিনি ঢাকায় পালানোর জন্য রেলস্টেশনে অবস্থান করছিলেন। আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে অভিযান চালাই এবং তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তার বিরুদ্ধে থানায় একটি মামলা হয়। সেই মামলায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইডিইবিতে ইউনেট বাংলাদেশ গেমিং ও ইস্পোর্টস সামিট ২০২৫ অনুষ্ঠিত

আইডিইবিতে ইউনেট বাংলাদেশ গেমিং ও ইস্পোর্টস সামিট ২০২৫ অনুষ্ঠিত

জেসিআই বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট আরেফিন রাফি

জেসিআই বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট আরেফিন রাফি

যারা দুর্নীতিগ্রস্ত তাদের হৃদয় থেকে দুর্নীতির ধারণা মুছে যাক: এসিএম সভাপতি

যারা দুর্নীতিগ্রস্ত তাদের হৃদয় থেকে দুর্নীতির ধারণা মুছে যাক: এসিএম সভাপতি

সিলেটের গোলাপগঞ্জের নতুন ইউএনওকে হত্যার হুমকি

সিলেটের গোলাপগঞ্জের নতুন ইউএনওকে হত্যার হুমকি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App