×

সারাদেশ

সাপাহারে আমন ধানের বাম্পার ফলন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২০, ০৯:১৪ পিএম

সাপাহারে আমন ধানের বাম্পার ফলন
করোনাভাইরাস সংক্রমণ রোধে যখন সবাই দিগবিদিক তখন আশার আলো দেখাচ্ছে নওগাঁ জেলার সাপাহার উপজেলার কৃষকের মাঠে সোনালী আমন ধানের বাম্পার ফলন। এবার ধানের দামও ভালো পাচ্ছেন কৃষকেরা। এরই মধ্যে বরেন্দ্র অঞ্চলের প্রায় ৭০ ভাগ জমির আমন ধান কাটা শেষ হয়েছে। এখনও কোথাও কোথাও শীতের সোনামাখা রোদ গায়ে মেখে আমন কাটা ও মাড়াইয়ে ব্যস্ত কৃষাণ-কৃষাণীরা। শনিবার (২৮নভেম্বর) উপজেলার আলাদিপুর গ্রামের বুলবুল আহম্মেদ বলেন, চলতি মৌসুমে ধানের বাম্পার ফলন হচ্ছে। খোলা বাজারে ধানের দামও ভালো পাওয়া যাচ্ছে। এবার ধানে পানির কোনো সমস্যা হয়নি। উপজেলার রায়পুরের গ্রামের আকতারুল ইসলাম জানান, ১০৩০ থেকে ১০৭০ টাকা মণ ধানের দাম পাওয়া যাচ্ছে। গত কয়েকবছর ধরে পাননি। এবার ভাল দাম পেয়ে তারা খুশি। অঞ্চলে এক হাজার আঁটি খড় বিক্রি হচ্ছে তিন হাজার টাকায়। এক বিঘা জমিতে দেড় থেকে দুই হাজার আঁটি খড় হয়ে থাকে। খড়ের টাকায় চাষের খরচ প্রায় উঠে যাওয়ায় ধানের টাকা পুরোপুরি লাভ থাকছে। বর্তমান বাজারে এক বিঘা জমি থেকে কমপক্ষে ১৮ হাজার টাকার ধান বিক্রি করা সম্ভব হচ্ছে। এক বিঘা ধান চাষে গড়ে কমপক্ষে ১৫ হাজার টাকা লাভ করছেন চাষিরা। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মজিবুর রহমান জানান, সাপাহার উপজেলায় এবার ১১ হাজার ৮৫০ হেক্টর জমিতে ধান উৎপাদন হচ্ছে। এবার ধানের রোগ বালাই খুব কম। ধানের উৎপাদন খুব ভাল। তুলনামূলক এবার ধানের দামও বেশি পাচ্ছেন কৃষকেরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইডিইবিতে ইউনেট বাংলাদেশ গেমিং ও ইস্পোর্টস সামিট ২০২৫ অনুষ্ঠিত

আইডিইবিতে ইউনেট বাংলাদেশ গেমিং ও ইস্পোর্টস সামিট ২০২৫ অনুষ্ঠিত

জেসিআই বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট আরেফিন রাফি

জেসিআই বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট আরেফিন রাফি

যারা দুর্নীতিগ্রস্ত তাদের হৃদয় থেকে দুর্নীতির ধারণা মুছে যাক: এসিএম সভাপতি

যারা দুর্নীতিগ্রস্ত তাদের হৃদয় থেকে দুর্নীতির ধারণা মুছে যাক: এসিএম সভাপতি

সিলেটের গোলাপগঞ্জের নতুন ইউএনওকে হত্যার হুমকি

সিলেটের গোলাপগঞ্জের নতুন ইউএনওকে হত্যার হুমকি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App