×

সারাদেশ

সড়কে বাস উল্টে হেলপার নিহত, আহত ১৯

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৫, ০৩:৩১ পিএম

সড়কে বাস উল্টে হেলপার নিহত, আহত ১৯

ছবি: সংগৃহীত

যাত্রীবাহী বাসের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে পড়ে হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৯ জন যাত্রী আহত হয়েছেন।

নিহত মো. মঞ্জুরুল হাসান (৪১) শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার বাসিন্দা এবং দুর্ঘটনা কবলিত ‘জুনায়েদ এক্সপ্রেস’ নামের বাসটির হেলপার।

বুধবার (১১ জুন) সকাল  ৮টার দিকে নগরীর চায়না মোড় এলাকার গ্যাসলিন ফিলিং স্টেশনের সামনে এ  দুর্ঘটনা ঘটে। 

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন জানান, শেরপুর থেকে ছেড়ে আসা জুনায়েদ এক্সপ্রেস ঢাকার উদ্দেশে যাত্রা করেছিল। চায়না মোড় এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারে উঠে পড়ে এবং ডিভাইডার ভেঙে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই হেলপার মঞ্জুরুল হাসান মারা যান এবং অন্তত ১৯ জন যাত্রী আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর চালক ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যান। নিহত হেলপারের লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. সফিকুল ইসলাম জানান, আহত ১৯ জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে শিশুসহ ৭ জনকে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভারতকে হারাতে মরিয়া বাংলাদেশ

ভারতকে হারাতে মরিয়া বাংলাদেশ

দেশে ভয়াবহ সিসা দূষণে হুমকিতে পুরুষের প্রজনন ক্ষমতা

দেশে ভয়াবহ সিসা দূষণে হুমকিতে পুরুষের প্রজনন ক্ষমতা

আখতার হোসেনকে ডিম নিক্ষেপ ও হেনস্তা: ফেসবুক পোস্টে যা লিখলেন মির্জা ফখরুল

আখতার হোসেনকে ডিম নিক্ষেপ ও হেনস্তা: ফেসবুক পোস্টে যা লিখলেন মির্জা ফখরুল

সাকিবকে টপকে রেকর্ড গড়ার দ্বারপ্রান্তে মুস্তাফিজ

সাকিবকে টপকে রেকর্ড গড়ার দ্বারপ্রান্তে মুস্তাফিজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App