ছুটির দিনে বাড়িতে এসে প্রাণ গেল ২ ভাইয়ের

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ০১:১৩ পিএম

ছবি: সংগৃহীত
ছুটির দিনে বাড়িতে ফিরে পরিবার ও খেলাধুলার আনন্দ ভাগাভাগি করতে এসেছিল চাচাতো দুই ভাই—সোহান আলী (৭) ও সিয়াম হোসেন (৬)। কিন্তু আনন্দের সেই দিনটি পরিণত হয় এক মর্মান্তিক ট্র্যাজেডিতে।
শুক্রবার (৪ জুলাই) সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ছোট লাহিড়ী গ্রামে পুকুরে ডুবে মৃত্যু হয় তাদের।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে পুকুরপাড়ে খেলছিল সোহান ও সিয়াম। একপর্যায়ে পা পিছলে পানিতে পড়ে যায় ছোট ভাই সিয়াম। তাকে রক্ষা করতে ঝাঁপ দেয় বড় ভাই সোহান। কিন্তু শেষ রক্ষা হয়নি কারও। ডুবে যায় দুই ভাই-ই।
কিছুক্ষণ পর পরিবারের লোকজন পুকুরে তাদের মরদেহ ভেসে থাকতে দেখে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
সোহান আলী গ্রামের সফিউল ইসলামের এবং সিয়াম হোসেন দবিরুল ইসলামের ছেলে। তারা দুজনই স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র ছিলেন।
সোহানের নানা গনা মোহাম্মদ বলেন, “নাতি বলত, আমি মারা গেলে আমার জানাজা পড়াতে। আজ তাকেই জানাজা পড়তে হলো।”
মাদ্রাসার শিক্ষকরা জানান, দুই শিশুই ভদ্র, নম্র ও ধর্মপ্রাণ ছিল। তাদের এমন অকাল মৃত্যুতে শিক্ষাপ্রতিষ্ঠানে নেমে এসেছে শোকের ছায়া।
বালিয়াডাঙ্গী থানার ওসি শওকত আলী সরকার বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এটি একটি অত্যন্ত দুঃখজনক দুর্ঘটনা।”