×

আবহাওয়া

১৫ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা, বন্দরে ৩ নম্বর সতর্কতা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ১০:৩২ এএম

১৫ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা, বন্দরে ৩ নম্বর সতর্কতা

১৫টি জেলার নিম্নাঞ্চলে ১ থেকে ৩ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হওয়ার আশঙ্কা। ছবি : সংগৃহীত

উপকূলজুড়ে নিম্নচাপ ও অমাবস্যার প্রভাবে দেশের অন্তত ১৫টি জেলার নিম্নাঞ্চলে ১ থেকে ৩ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হওয়ার আশঙ্কা রয়েছে। শনিবার (২৭ জুলাই) সকালে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ভোলা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার এবং এসব জেলার অদূরবর্তী দ্বীপ ও চরাঞ্চলগুলো অমাবস্যা ও নিম্নচাপের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরো জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করছে। এটি আরো পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরো পড়ুন : ঢাকাসহ কয়েক অঞ্চলে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা

নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য দেখা দিয়েছে। ফলে উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একইসঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সমঝোতা হলে ১০০ আসন ছাড়তে প্রস্তুত জামায়াত: গোলাম পরওয়ার

সমঝোতা হলে ১০০ আসন ছাড়তে প্রস্তুত জামায়াত: গোলাম পরওয়ার

একক প্রার্থীকে ‘গ্রিন সিগন্যাল’ দেয়া হবে কবে, জানালেন সালাহউদ্দিন

একক প্রার্থীকে ‘গ্রিন সিগন্যাল’ দেয়া হবে কবে, জানালেন সালাহউদ্দিন

টানা ৫ দিন বজ্রসহ ভারি বৃষ্টির আভাস

টানা ৫ দিন বজ্রসহ ভারি বৃষ্টির আভাস

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটকের নিন্দায় বাংলাদেশ

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটকের নিন্দায় বাংলাদেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App