রংপুর-৩ আসনের মনোনয়ন না পেয়ে যা বললেন রিটা রহমান
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ০৬:১৭ এএম
রংপুর-৩ আসনের মনোনয়ন না পেয়ে যা বললেন রিটা রহমান
রংপুর-৩ (সদর) আসনে বিএনপি নেত্রী রিটা রহমানকে মনোনয়ন দেয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে তার কর্মী ও সমর্থকেরা। বুধবার বিকেলে রংপুর নগরীর টাউন হল চত্বর থেকে শান্তিপূর্ণ এই মিছিল শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাধাবল্লব এলাকায় রিটা রহমানের বাসভবনের সামনে গিয়ে শেষ হয়। এ সময় সমর্থকরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে রিটা রহমানকে বিএনপি থেকে রংপুর ৩ আসনে মনোনয়ন দেয়ার আহ্বান জানান। এসময় মনোনয়ন বঞ্চিত রিটা রহমান সংবাদ সম্মেলনে কথা বলেন।
এসময় বিএনপি নেত্রী রিটা রহমানও নানান আক্ষেপরও কথা জানান। তিনি বলেন কোন চাঁদাবাজ, জমি দখলকারীর পক্ষে ভোট চাইবেন না তিনি। সাধারণ মানুষের মধ্যে বিএনপি'র প্রতি একটি জোয়ার এসেছে। সেই জায়গায় প্রমাণিত মামলা বাজ, চাঁদাবাজ, নেতার পক্ষে কিভাবে ভোট চাইবেন সাধারণ মানুষের কাছে। সেই প্রশ্ন তুলেছেন তিনি।
তিনি আরো বলেন আমার চেয়ে যোগ্য ব্যক্তিকে দেয়া হলে আমি তার জন্য কাজ করতাম।কিন্তু এমন একজন মানুষকে, রংপুর সদর ৩ আসনে, নমিনেশন দেয়া হয়েছে। যিনি জীবনে একবার ভোট করেছিলেন জলঢাকা উপজেলায়, সেখানে তার জামানত বাজেয়াপ্ত হয়।
তিনি আরো অভিযোগ করেন তার বিরুদ্ধে বিভিন্ন সময় অপপ্রচার করা হয়। তিনি নাকি রংপুরে থাকেন না। যে সমস্ত নেতাকর্মী তার সাথে কাজ করতেন তাদেরকে বিএনপি'র কমিটিতে রাখা হতো না। রংপুরের রাজনীতিতে মাফিয়াজম বিরাজ করছে বলে তিনি স্পষ্ট উল্লেখ করেন।এভাবে চলতে থাকলে রংপুরের রাজনীতি ধ্বংস হয়ে যাবে। এসব কিছুর পিছনে বিএনপি'র বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জড়িত বলে অভিযোগ করেন।
