লিডিং ইউনিভার্সিটিতে সহপাঠীদের বুলিং ও শিক্ষকের উস্কানির অভিযোগ
জাকারিয়া হোসেন জোসেফ, সিলেট থেকে
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ০৬:২০ এএম
লিডিং ইউনিভার্সিটিতে সহপাঠীদের বুলিং ও শিক্ষকের উস্কানির অভিযোগ
সিলেটের বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান লিডিং ইউনিভার্সিটিতে সহপাঠীদের বুলিং এবং একজন শিক্ষকের উস্কানির অভিযোগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি নিয়ে ভুক্তভোগী শিক্ষার্থী মাহদি নাবিদ বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন। সম্প্রতি মাহদি নাবিদ নামের এই শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল এক পোস্টে জানান যে ক্লাসের কিছু সহপাঠী তাকে নিয়মিতভাবে বুলিং করে আসছিল। অভিযোগের তীর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের দিকেও, যিনি নাকি অভিযুক্ত সহপাঠীদের উল্টো উৎসাহিত করেছেন।
পোস্টে শিক্ষককে অভিযুক্ত করা হলে, মন্তব্যের ঘরে ওই শিক্ষক নিজেকে সংশ্লিষ্ট নন দাবি করেন। শুধু তাই নয়, তিনি শিক্ষার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুমকি দেন। মাহদি নাবিদ আরও অভিযোগ করে লিখেন যে, 'চব্বিশের জুলাই আন্দোলনের' একজন সমন্বয়ক ফোনে তাকে পোস্টটি মুছে দিতে ও বিষয়টি তার হাতে তুলে দিতে চাপ দেন। ফোনালাপে ওই সমন্বয়ক বিশ্ববিদ্যালয় ও বিভাগের ওপর নিজের প্রভাবের কথাও উল্লেখ করেন।
ঘটনাটি নিয়ে যোগাযোগ করা হলে মাহদি নাবিদ বলেন, কর্তৃপক্ষ বিষয়টি দেখছে। আপাতত মিডিয়াতে কথা বলতে চাচ্ছি না। তবে এ ঘটনার পর থেকেই তিনি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং পড়াশোনাতে মনোযোগ দিতে পারছেন না। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত ও সুষ্ঠু বিচার দাবিতে অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানাচ্ছেন।
বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র জানিয়েছে, কর্তৃপক্ষ প্রথমে ভুক্তভোগী শিক্ষার্থীর সঙ্গে বিষয়টি আপোষের মাধ্যমে সমাধান করার পরামর্শ দিয়েছিল, কিন্তু তা শেষ পর্যন্ত হয়নি। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মফিজুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবুর রহমান বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত আছি এবং এখন পর্যন্ত তদন্তাধীন রয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন যে দ্রুতই সমস্যার সমাধান হবে।
